ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিলুপ্তির পথে এ্যাশ গাছ

প্রকাশিত: ০৫:২৪, ২০ নভেম্বর ২০১৭

বিলুপ্তির পথে  এ্যাশ গাছ

‘ওক বিফোর এ্যাশ’-ইংল্যান্ডে জনপ্রিয় এই ছড়াটির অস্তিত্বই এবার লোপ পেতে চলেছে। যদি এ্যাশ গাছই না থাকে, তাহলে এই ছড়াটিই বা থাকবে কীভাবে। ছত্রাকের আক্রমণে ইংল্যান্ডের মাটি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে সে দেশের ঐতিহ্য হিসেবে পরিচিত এ্যাশ গাছ। প্রাচীনকাল থেকেই ওক এবং এ্যাশ গাছের ফুল দেখে আবহাওয়ার পূর্বাভাস পেতেন সে দেশের বাসিন্দারা। গাছগুলো তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। এখনও তারা বিশ্বাস করেন, ওক গাছে আগে ফুল ধরলে হাল্কা বৃষ্টিপাত হবে, আর যদি এ্যাশ গাছে আগে ফুল ফোটে, তাহলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু, বর্তমানে যেভাবে এই এ্যাশ গাছ বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছত্রাকের আক্রমণে পাতা ঝরে যাচ্ছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই গাছগুলোর, দুর্বল হয়ে পড়ছে কাণ্ড। গাছগুলোর এই দুর্বলতার সুযোগ নিয়ে তাতে বাসা বাঁধছে পোকামাকড়। এই পোকাগুলো সাধারণত এ্যাশ গাছের নির্যাস থেকেই বেঁচে থাকার রসদ জোগাড় করে। ইংল্যান্ডের পরিবেশবিদদের দাবি, বিজ্ঞানীরা তড়িঘড়ি এর সমাধান খুঁজে বের না করলে আগামী ২০ বছরের মধ্যে ৯০ শতাংশ গাছই ইংল্যান্ডের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। বিখ্যাত ব্রিটিশ লেখক স্টিফেন মস বলেছেন, ‘ছেলেবেলায় আমার বাড়ির সামনে এই ধরনের গুল্ম দেখে খুশি হতাম। কিন্তু, সংক্রমণ আটকাতে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই ধরনের গাছ রক্ষার দাবি জানান তিনি।-ওয়েবসাইট অবলম্বনে।
×