ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাককে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক সরবরাহ

জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রকাশিত: ০৬:২৩, ১৮ নভেম্বর ২০১৭

জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে রাশিয়ার ভেটো

সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত দলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের খসড়া উত্থাপন করা হয়েছিল। এদিকে, ইরাকী বাহিনীকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক সরবরাহ করেছে রাশিয়া। খবর ওয়েবসাইটের। জাতিসংঘের নেতৃত্বাধীন জয়েন্ট ইনভেস্টিগেশন ম্যাকানিজমের (জেআইএম) মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১১ দেশ ভোট দিলেও রাশিয়া ও বলিভিয়া বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিসালি নেবেনজিয়া বলেন, এক সময় তার দেশ এ তদন্ত কমিটি গঠনে সমর্থন দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তদন্ত করতে গিয়ে এটির কার্যপ্রণালীতে পদ্ধতিগত ত্রুটি ধরা পড়ে। এ কারণে মেয়াদ বাড়ানোর প্রতি আর সমর্থন জানাবে না মস্কো। নেবেনজিয়া আরও বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় রাশিয়ার কোন স্থান নেই। তার বক্তব্যে তদন্ত কমিটি গঠনের নোংরা ষড়যন্ত্র ধরা পড়েছে। সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একাধিকবার বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলায় দেশটির সরকারকে জড়িত করার যে কোন প্রচেষ্টার কঠোর বিরোধিতা করবে মস্কো। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে গত ৪ এপ্রিল চালানো রাসায়নিক হামলায় অনেক লোক হতাহত হয়। হামলার পরপরই কোন ধরনের তদন্ত ছাড়াই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো দাবি করে, সিরিয়া সরকারই ওই হামলা চালিয়েছে। এমন সময় দামেস্কের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে ২০১৩ সালে সিরিয়া সরকারের হাতে থাকা সব রাসায়নিক অস্ত্র দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়। জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডব্লিউ এ প্রক্রিয়া তদারকি করে। এছাড়া সিরিয়া সরকার ওই হামলায় নিজের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের প্রথমদিকে বাগদাদ ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় নির্মাণকারী প্রতিষ্ঠান উরালভাগোনজাভোদ ইরাককে ট্যাঙ্ক দিচ্ছে বলে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি এ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। দুই পক্ষের মধ্যে অনুমোদিত সময়েই এ চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের সামরিক প্রযুক্তিবিষয়ক সহকারী ভ¬াদিমির কোঝিন জানিয়েছিলেন, ইরাককে বিপুলসংখ্যক টি-৯০ ট্যাঙ্ক দেয়া হচ্ছে। তবে তিনি সে সময় ট্যাঙ্কের দামসহ বিস্তারিত তথ্য জানাননি। পরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, ইরাককে তারা চলতি বছর ৭৩টি ট্যাঙ্ক সরবরাহ করবে। সোভিয়েত আমলের টি-৭২ ট্যাঙ্কের উন্নত সংস্করণ হচ্ছে টি-৯০। এটা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত ট্যাঙ্ক, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। এ ট্যাঙ্ক থেকে সাঁজোয়াযান ধ্বংসকারী গোলা ও ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া যায়।
×