ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালপুরে নকল সরবরাহে শিক্ষকের জরিমানা

প্রকাশিত: ০০:৪০, ১৩ নভেম্বর ২০১৭

লালপুরে নকল সরবরাহে শিক্ষকের জরিমানা

সংবাদদাতা, লালপুর ॥ চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সহায়তা করার অপরাধে নাটোরের লালপুর ৪ মাদ্রাসা শিক্ষকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পাইকপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মেহেননেকা পারভীন, তিলকপুর আদর্শ মহিলা মাদ্রাসার বিপিএড শিক্ষক বিউটি আকতার, ভেল্লাবাড়িয়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক জয়তুন নেছা এবং তিলকপুর আদর্শ মহিলা মাদ্রাসার অফিস সহকারী শাহনাজ পারভীনকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু তাহির এর ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা যায়, ওই ৪ শিক্ষক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন জনৈক শিপন পিতা- রমজান আলীর বাড়ীতে অবস্থান করে সংঘবদ্ধভাবে নকল সরবরাহ করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করেন। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র সচিব সংশ্লিষ্ট উর্দ্ধোতন কর্তৃপক্ষ বরাবর ওই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
×