ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮৫ ভাষায় গান গাইতে পারেন এই কিশোরী

প্রকাশিত: ১৮:১৩, ১৩ নভেম্বর ২০১৭

৮৫ ভাষায় গান গাইতে পারেন এই কিশোরী

অনলাইন ডেস্ক ॥ বয়স মাত্র ১২। কিন্তু ইতিমধ্যেই ৮০টি ভাষায় গেয়ে ফেলেছে সুচেতা সতীশ নামের এই কিশোরী। তার লক্ষ্য, কনসার্টে একসঙ্গে ৮৫টি ভাষায় গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো। সুচেতার জন্ম কেরলে। তবে তার পড়াশোনা, বেড়ে ওঠা কিংবা সংগীতের প্রতি আগ্রহ সবটাই দুবাইয়ে। মরু শহরের ইন্ডিয়ান হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী সুচেতা। সুচেতার কথায়, তার বাবার এক বন্ধু দুবাইয়ের বাড়িতে এসেছিলেন। তাঁর থেকে শুনে জাপানি গানের প্রতি আগ্রহ তৈরি হয়। এভাবেই একে একে ৮০টি ভাষায় সে গাইতে শিখে যায়। অবাক করা তথ্য হলো, এক একটি গান তুলতে সুচেতার সময় লাগে মাত্র ২ ঘণ্টা। বাড়িতেই সে গান তুলে নেয়। জানা গেছে, জার্মান, ফরাসি এবং হাঙ্গেরি ভাষায় গান গাইতে গিয়ে সুচেতাকে বেশ বেকায়দায় পড়তে হয়। কারণ উচ্চারণের পাশাপাশি সুর নিয়ে সমস্যা বাধে তার। তবে হিন্দি, তামিল, মালয়লামের মতো ভারতীয় ভাষার পাশাপাশি জাপান, ফরাসি, রাশিয়ান, পর্তুগিজ ভাষায় গান গাইতে সে বেশ সাবলীল। ইউটিউবে সুচেতার একাধিক গানের ভিডিও রয়েছে। যা বেশ জনপ্রিয় হয়েছে। বেশ কিছু এফএম চ্যানেলেও সে কাজ করেছে বলে জানা গেছে।
×