ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে আদালতের বেঞ্চ সহকারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০১:১৫, ৮ নভেম্বর ২০১৭

চরফ্যাশনে আদালতের বেঞ্চ সহকারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী আজাদ মিয়ার বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, অনিয়ম ও সাধারণ মামলার বাদী বিবাদীদের হয়রানী ও আইনজীবির সাথে অসদাচারণ করায় অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে আইনজীবি হযরত আলী হিরণ তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বেঞ্চ সহকারী আজাদ মিয়া জমি সংক্রান্ত দেওয়ানী মামলা গুলো ২০১৮সালের তারিখ ধার্য্য থাকিলে তা ওয়ার্ড সীট এবং কজ লিস্ট কাটিয়া ২০১৭ সালে তারিখ ধার্য্য করে অপর পক্ষের অজ্ঞাতে মোকাদ্দমা সোলেনামা করেন। অন্যান্য ক্ষেত্রে পরপর ৭ দিনের মধ্যে তারিখ ফেলে দিয়ে বাদীর অজান্তে তা খারিজ করে দেয়। এই ভাবে ইস্যু গঠন করলে তাকে ২হাজার টাকা দিতে হয়। বাদীর মোকাদ্দমা খারিজ করতে হলে মোটা অংকের টাকা দিতে হয়। দেঃ নং ৯১/১৪ মোকাদ্দমা জালিয়াতির মাধ্যমে দায়ের করা হলেও উক্ত মোকাদ্দমায় বিবাদী পক্ষ জবাব দিয়ে শুনানী অন্তে পরবর্তীতে ৫০হাজার টাকা দাবি করেন অভিযুক্ত বেঞ্চ সহকারী। টাকা না দিলে কোন আদেশ হয়না। মোকাদ্দমাগুলো জবাবের জন্য ৫বছর, ইস্যুও জন্য ৪ বছর, আদেশের জন্যে ২বছর ঘুরাঘুরি করতে হয় সাধারণ মানুষের। গত ৭ নবম্বর /১৭ মঙ্গলবার কোর্ট চলাকলিন সময় আমি আইনজীবী এড. হযরত আলী হিরণ উপরোক্ত ঘটনাগুলোর কারণ জিজ্ঞেস করলে বেঞ্চ সহকারী আজাদ মিয়া অসদ আচারণ করেন। সকল আইনজীবীগন তাৎক্ষণিক ঘটনায় প্রতিবাদ জানালে সিনিয়র সহকারী জজ সাহেব কোর্ট মূলতবী করতে বাধ্য হয়। উক্ত বেঞ্চ সহকারীরকে অন্যত্র বদলীর দাবী জানানো হয়।
×