ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নারীদের বিনুনি কাটা নিয়ে ভারতে উত্তেজনা

প্রকাশিত: ১৯:১৪, ১ নভেম্বর ২০১৭

নারীদের বিনুনি কাটা নিয়ে ভারতে উত্তেজনা

অনলাইন ডেস্ক ॥ বেশ কিছুদিন ধরেই ভারতের নারীরা অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। কে বা কারা নারীদের চুলের বিনুনি কেটে নিচ্ছে। বিষয়টিকে প্রাথমিকভাবে মামুলি বিষয় বলেই মনে করে আগে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ক্রমে বিষয়টি নিয়ে রীতিমতো দাঙ্গা বাধার উপক্রম হয়েছে। ফলে প্রশাসনকেও গুরুত্ব দিতে হচ্ছে। নারীদের চুল কেটে নেওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে কাশ্মীরে। তবে শুধু কাশ্মীরেই নয়, ভারতের হরিয়ানা ও রাজস্থান রাজ্যেও একই সমস্যা দেখা গেছে। কে বা কারা গোপনে নারীদের চুলের বিনুনি কেটে দিচ্ছে। এদিকে এ রহস্যের সমাধান এখনো হয়নি যে, নারীদের চুলের বিনুনি কেটে দিচ্ছে কে? এ ঘটনা নিয়ে বিক্ষোভ-সমাবেশ পর্যন্ত হয়ে গেছে। প্রায় ৪০ জন নারীর চুলের বিনুনি কেটে দিয়েছে কে বা কারা। ঘটনার সময় নারীরা হয় ঘুমিয়ে ছিল বা অজ্ঞান হয়ে গিয়েছিল। ফলে এর পেছনের ব্যক্তিকে নিশ্চিত প্রমাণসহ ধরা যায়নি। এক সেনা সদস্যকে সন্দেহবশত আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত নয়। গত মঙ্গলবার নারীদের চুলের বিনুনি কেটে দেওয়ার অভিযোগ করা হয় এক ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে। পুলিশ মারমুখী জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে সমর্থ হলেও উন্মত্ত জনতার প্রহারে ওই সেনা সদস্য গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন ওই সেনা সদস্যকে ব্যাপক মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বলছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার রেড্ডি চৌকিবল ও ক্রালপোরা এলাকায় স্থানীয় জনতা প্রতিবাদ বিক্ষোভে শামিল হলে ও পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। উন্মত্ত জনতা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এ সময় কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। সম্প্রতি কুপওয়াড়া ছাড়াও শ্রীনগর ও রাজ্যের অন্যত্র রহস্যজনকভাবে নারীদের চুলের বিনুনি কেটে নেওয়ার ঘটনায় সেখানকার মানুষজন তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন। প্রায় প্রতিদিনই সেখানকার নারীরা প্রতিবাদে সোচ্চার হয়ে রাজপথে নেমে বিক্ষোভে শামিল হচ্ছেন। পুলিশ এ ব্যাপারে অপরাধীকে গ্রেপ্তারে সাহায্যকারীকে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। আগে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাতে বিশেষ ফল না হওয়ায় তা বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। কাশ্মীরি নেতাদের একাংশের অভিযোগ, নারীদের বিনুনি কাটার নেপথ্যে নিরাপত্তা এজেন্সির হাত আছে। কাশ্মীরের মূল ইস্যু থেকে অন্যদিকে নজর ঘোরাতেই হয়তো ওই ঘটনা ঘটানো হচ্ছে। এদিকে কাশ্মীরিরা বিভিন্ন এলাকায় নারীদের বিনুনি রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছে। চুল কর্তনকারী মনে করে ভুলবশত তারা ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাও করেছে। একই ধরনের অভিযোগে ভারতীয় সেনা সদস্য বর্তমানে আটক রয়েছে। এ ছাড়া ছয়জন বিদেশি পর্যটককে স্বেচ্ছাসেবক বাহিনী এ জন্য হুমকিও দিয়েছে। সূত্র : বিবিসি
×