ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০১:১০, ৩০ অক্টোবর ২০১৭

টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৯ অক্টোবর ‘রাজনীতিমুক্ত’ এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দশ সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সজিব তালুকদারকে সভাপতি এবং সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের পর থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ শুরু হয়। এর জের ধরে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ সম্পাদকের পক্ষ সভাপতি পক্ষের উপর হামলা করে। এ সময় ওই হলে সভাপতি সজিব তালুকদারের কক্ষ ভাংচুর করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের মধ্যে আনিছুর রহমান নামে এক শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সভাপতি সজিব তালুকদার জানান, নিজেদের মধ্যে বিরোধ হয়েছিল এটা মিমাংসা হচ্ছে। সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, তেমন কোন ঘটনা ঘটেনি, ভুল বোঝাবুঝি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় উভয়পক্ষের সাথে আলোচনা করে বিরোধ সমাধানের চেষ্টা করা হচ্ছে।
×