ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঋণের বোঝা কমাচ্ছে চীন

প্রকাশিত: ০৫:৩৬, ২২ অক্টোবর ২০১৭

ঋণের বোঝা কমাচ্ছে চীন

২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। সম্পদে বিনিয়োগে শিথিলতা আসায় প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকের তুলনায় কমেছে। এদিকে আবাসন খাতে স্থিতিশীলতা আনতে এবং মাথার ওপর ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে কাজ করছে বেজিং। ২০১৭ সালের জন্য প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। যা ২০১৬ সালের তুলনায় কম হওয়ার পাশাপাশি ২৬ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে এ সময়টায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের শিল্প খাতের কার্যক্রম বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার প্রযুক্তি খাতে ৮৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান প্রযুক্তি খাতে কিছুদিন আগে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পর সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন আবারও বড় একটি অঙ্ক বিনিয়োগ করছেন। তিনি বলেন, ‘ভিশন ফান্ড প্রথম পদক্ষেপ ছিল। আমরা এই ভিশন ফান্ডের ২য় এবং ৩য় অংশ তিন বছরের ভেতর বিনিয়োগ করতে পারব। নিক্কেই নামের একটি সংবাদমাধ্যমে সন বেশ খোলামেলাভাবেই নতুন এই বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রযুক্তি বিশ্বের কিং হিসেবে খ্যাত মাসায়োশি সন বিপুল বিনিয়োগের মাধ্যমে তার নিজস্ব জায়গা করে নিয়েছেন। নিকট অতীতে তিনি সৌদি আরব, এ্যাপল এবং সফটব্যাংকের কাছ থেকে ভিশন ফান্ডের অর্থ যোগান দেন। ভবিষ্যতে প্রযুক্তি ব্যবসায় খরচ করার জন্য মে মাস পর্যন্ত ৯৩ বিলিয়ন ডলার তোলা হয়েছে। এই বিজনেস টাইকুন ৮৮০ বিলিয়ন ডলারের একটি ফান্ডিং জমা করছেন যেখানে ১০০০ কোম্পানি অনাগত সময়ে বিনিয়োগ করতে পারবে। সনের এই বৃহৎ পরিকল্পনা অন্য বিনিয়োগকারীদের জন্য ভাল নাও হতে পারে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ। -অর্থনৈতিক রিপোর্টার
×