ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরে জাহাজের পণ্য খালাস-বোঝাই বন্ধ

প্রকাশিত: ২৩:২১, ২০ অক্টোবর ২০১৭

মংলা বন্দরে জাহাজের পণ্য খালাস-বোঝাই  বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মোংলা ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে মংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকুলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য খালাস-বোঝাই। আজ শুক্রবার সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়। মংলা বন্দরের সহকারী ট্রাফিক অফিসার মো. সোহাগ জানান, মংলা বন্দরে একটি ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), তিনটি সার , চারটি চাল, একটি মেশিনারী এবং একটি সারবাহী জাহাজ অবস্থান করছে। আরো তিনটি জাহাজ পণ্য নিয়ে বন্দরে ভেড়ার শিডিউল রয়েছে। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এসব জাহাজে পণ্য খালাস বোঝাই ব্যাহত হচ্ছে। মংলা বন্দরের ব্যবহারকারী মেসার্স মায়া এন্টার প্রাইজের সত্তাধিকারী মো. আহসান হাবিব হাসান জানান, সাগরে নিম্নচাপের কারনে বন্দর সমূহ এলাকায় মুশুল ধারে বৃষ্টি হওয়ায় জাহাজের পণ্য খালাস বোঝাই সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ষ্টিভিডরসরা(শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান)। এদিকে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় সমুদ্রবন্দর সমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় মংলা সমুদ্র বন্দরকে ৩নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে মংলাসহ সুন্দরবন এলাকায় টানা বর্ষণ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানান এ আবহাওয়া বিদ।
×