ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকার নদীবান্ধব ॥ নৌ মন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৩, ১৮ অক্টোবর ২০১৭

বর্তমান সরকার নদীবান্ধব ॥ নৌ মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৭ অক্টোবর ॥ মঙ্গলবার দুপুরে ভৈরবের ব্রহ্মপুত্র নদের খননকাজের উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বর্তমান সরকার নদীবান্ধব সরকার। তাই দেশের নদীপথ সচল করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদের খননকাজ শুরু করা হয়েছে। নদটি খনন করে নৌ চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনলে অত্র অঞ্চলের মানুষ নৌপথে পরিবহনে সুবিধা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাস, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুন্সীগঞ্জে কয়লাবিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় রসুলপুর-ভবেরচর সড়কে ষোলআনি, দৌলতপুর, ইমামপুর গ্রামের পাঁচ শতাধিক মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে গ্রামবাসীদের মধ্যে দশ সদস্যের একটি প্রতিনিধি দল গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে। এলাকাবাসী জানায়, এ বিদ্যুত কেন্দ্র থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন ছাই নির্গত হবে। বিদ্যুত কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে নির্গত ছাই যার ভেতরে পারদ, মার্কারি, লেড, ক্রোমিয়াম, আর্সেনিক ইত্যাদি পদার্থ রয়েছে তা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
×