ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ৫ হাজার পিস ইয়াবা জব্দ ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ২১:৪৪, ১৩ অক্টোবর ২০১৭

জামালপুরে ৫ হাজার পিস ইয়াবা জব্দ ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলেন আল আমীন ও সুজন মিয়া। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের একদল পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালান। এ সময় জামালপুরের ইসলামপুর উপজেলার কিং জাল্লা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমীন (৩৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার ভাটিকাশর এলাকার সাত্তার মিয়ার ছেলে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় বিস্কুটের প্যাকেটে ভরা এবং শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আল আমীন পুলিশকে জানিয়েছে, তিনি ঢাকায় বনশ্রীতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সুজন মিয়াও ঢাকায় লিফট্ মিস্ত্রির কাজ করেন। দীর্ঘ দিন ধরে তারা ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছেন। ছয় মাস আগে তাদের দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর থেকে তারা জামালপুর, ময়মনসিংহ ও ঢাকাসহ সারাদেশে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
×