ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি ঢাকায়

প্রকাশিত: ০২:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি শনিবার তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার বাংলাদেশে আসার পরেই তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, গ্র্যান্ডি শনিবার ও রবিবার কক্সবাজারে অবস্থান করবেন। আগামীকাল সোমবার ঢাকায় ফিরে উচ্চপর্যায়ের কর্মকতাদের সঙ্গে বৈঠক করবেন। গ্র্যান্ডি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর অন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় ফিরে আসলে গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করবেন। নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতোমধ্যেই গ্র্যান্ডির বৈঠক হয়েছে। সেখানে তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।তাকে মিয়ানমার সফরেরও পরামর্শ দেওয়া হয়। গ্র্যান্ডি ছাড়াও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার জর্জ অকথো অবু গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন।
×