ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০২:১৭, ২১ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর মান্দারতলা নামক জায়গায় এক সড়ক দূর্ঘটনায় ছয় বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। তার নাম নিতুনজিরা খাতুন। দ্রুতগামী এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহত ওই শিশুর মা,বাবা ও বোন আহত হয়েছে। পুলিশ ঘাতক এ্যাম্বুলেন্সটি আটক করেছে। এলাকাবাসী,নিহতের পরিবার ও পুলিশ জানায়, কেশবপুর উপজেলার লক্ষিনাথকাটি গ্রামের সিরাজুল ইসলাম দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে মনিরামপুরের লক্ষনপুর গ্রামের নিহত নিতুনজিরার নানির বাড়ি থেকে একটি ইজিবাইকে কেশবপুর আসার সময় মান্দারতলায় যশোরের দিক থেকে আসা দ্রুতগামী এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৪২) তাদের ইজিবাইকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় নিতুনজির ছিটকে পড়লে ঘাতক এ্যাম্বুলেন্স তার মাথার উপর দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে নিতুনজিরার মাথা থেথলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় নিহতের পিতা সিরাজুল ইসলাম (৩০), মাতা রুমা (২৫), ও বোন মুঞ্জুরা (৮) মারাতœক আহত হয়। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×