ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী স্থগিত চায় এনবিআর

প্রকাশিত: ০২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী স্থগিত চায় এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন আরও এক বছর স্থগিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করে স্বাস্থ্যহানী ঝুঁকি বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তামাকজাত পণ্যের প্যাকেট, কার্টন বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নতুন নির্দেশনা জারি করে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী সব তামাকজাত পণ্যের প্যাকেটের ওপরের অংশে ৫০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের বিধান আছে। বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিসিএমএ) হস্তক্ষেপের কারণে আইন মন্ত্রণালয় তামাকপণ্যের প্যাকেটের ‘নিম্নভাগে’ ৫০ শতাংশ স্থানজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের সাময়িক অনুমতি দিয়ে এনটিসিসি গত বছরের ১৬ মার্চ এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে এ বছরের ৪ জুলাই তা বাতিল করে উপরিভাগের ৫০ ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপার জন্য নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ হতে সকল তা কার্যকর করার জন্য বলা হয়েছে। আদালতের রায়কে উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড এ নির্দেশনা এক বছরের জন্য স্থগিত রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। গত ২৪ আগস্ট পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, সিগারেটের প্যাকেটের ওপরের ৫০ ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপতে গেলে ব্যান্ডরোল যথাযথভাবে লাগানো সম্ভব না বলে তাদের জানিয়েছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। চিঠিতে উল্লেখ করা হয়, এ ছবি ছাপানোর জন্য নতুন পদ্ধতিতে সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল লাগানোর প্রযুক্তি ও যন্ত্রপাতি সিগারেট কোম্পানিগুলোর কাছে নেই। নতুন পদ্ধতিতে স্টাম্প/ব্যান্ডরোল লাগানোর মেশিন আমদানি করা প্রয়োজন। ফলে মেশিন আমদানি করতে এক বছরের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
×