ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের মাটিতে চীনা সেনা মোতায়েন

প্রকাশিত: ১৮:৫১, ২৪ আগস্ট ২০১৭

পাকিস্তানের মাটিতে চীনা সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের ৩০০০ কিলোমিটার দীর্ঘ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে আরও বেশি চীনা সেনা মোতায়েন করা হতে পারে! এমনটাই মনে করছেন দেশের গোয়েন্দা সংস্থাগুলি। ইতোমধ্যে অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এবং দুটি বাড়তি গোলন্দাজ রেজিমেন্টও তৈরি করেছে। প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, সিপিইসি’কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। এই করিডরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপিত হবে। আর তাই এই অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। যদিও ইতিমধ্যে অর্থনৈতিক করিডের নিরাপত্তায় পাকিস্তানের বন্দরে ভিড়েছে বেশ কয়েকটি চীনা জাহাজ। এমনকি রয়েছে চীনা সেনাও। প্রকাশিত সংবাদমাধ্যমের খবর মোতাবেক, পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা ভিড়তে পারে। তবে কত সেনা আসতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে পুরো বিষয়টির উপর নয়াদিল্লি নজর রাখছে বলে জানা গিয়েছে। ।
×