ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ৪ ছবি বিমসটেক চলচ্চিত্র উৎসবে

প্রকাশিত: ১৯:১১, ২১ জুলাই ২০১৭

বাংলাদেশের ৪ ছবি বিমসটেক চলচ্চিত্র উৎসবে

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেক প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে। অন্যতম সদস্য দেশ বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় আগামী ২২ জুলাই শুরু হচ্ছে এ উৎসব। এতে বাংলাদেশের চার ছবি অংশ নিচ্ছে। এগুলো হলো 'অনিল বাগচীর একদিন', 'আয়নাবাজি', 'বাপজানের বায়োস্কোপ' ও 'অজ্ঞাতনামা'। বিমসটেকের প্রতিষ্ঠার ২০ বছর উদযাপনের অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত উৎসব চলবে। এতে বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা-মোট ৩টি করে প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামী ২২শে জুলাই সকাল ১১টায়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি ‘অনিল বাগচীর একদিন’।
×