ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে আগুন ॥ পুড়ে গেছে আইসিইউ ইউনিট

প্রকাশিত: ২০:৩৪, ২৭ জুন ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালে আগুন ॥ পুড়ে গেছে আইসিইউ ইউনিট

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আগুন লেগে পুড়ে গেছে লাইফ সাপোর্টের যন্ত্রাংশ। এসময় ৬জন রোগীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়ার কুন্ডলী বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছোটাছুটি করতে থাকতে। প্রচন্ড ধোঁয়ার কারণে এসময় আইসিইউ-এর ভেতরের আটকা পরে চিকিৎসক, কর্মচারী ও রোগীরা। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৬ জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়। সহকারী পরিচালক আরও জানান, আগুনে পুড়ে গেছে আইসিইউ ইউনিটের লাইফ সাপোর্টের যন্ত্রাংশ। ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান জানান, আগুনের কারনে রোগীদের লাইফ সাপোর্ট খুলে ইউনিট থেকে বের করে নেয়ার কারনে হেলাল উদ্দিন নামে একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। এদিকে রোগীর স্বজনরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসা সেবা নিয়ে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে জানাতে পারেনি তিনি। কর্তব্যরত চিকিৎসকদের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
×