ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যাকিংয়ের শিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

প্রকাশিত: ২২:১৪, ২৬ জুন ২০১৭

হ্যাকিংয়ের শিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

অনলাইন ডেস্ক ॥ এবার যুক্তরাজ্যের পার্লামেন্ট দপ্তরের ই-মেইল ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মূলত ব্রিটিশ এমপিদের ৯০টি ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় রুশ সরকারকে সন্দেহ করছে যুক্তরাজ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান। ব্রিটিশ পার্লামেন্টের এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক অবস্থাতে থাকলেও রাশিয়াকেই সন্দেহ করা হচ্ছে। শুক্রবার এই হামলার কথা প্রথম জানা যায়। এ বিষেয়ে পার্লামেন্টের এক মুখপাত্র জানায়, পার্লামেন্ট সদস্যদের মোটামোটি ৯০টি ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ হামলার পর গোয়েন্দারা এমপিদের ই-মেইল বন্ধ করতে বাধ্য হন। হামলার শিকার নেটওয়ার্কটি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ সব এমপিই ব্যবহার করেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোনো ব্যক্তি বা ছোট হ্যাকিং গ্রুপ এই কাজ করেনি বরং কোনো রাষ্ট্রেরই এ ধরনের হ্যাকিংয়ে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
×