ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ঈদ বাজারে পাঞ্জাবির দোকানে ভিড়

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জুন ২০১৭

চট্টগ্রামের ঈদ বাজারে পাঞ্জাবির দোকানে ভিড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঞ্জাবি ছাড়া পুরুষের ঈদ! যেন ভাবাই যায় না। তাই তো চট্টগ্রামের ঈদবাজারে শিশু থেকে বৃদ্ধ, সবারই অন্যতম চাহিদার পোশাক এখন পাঞ্জাবি। আর বিক্রেতারাও ব্যস্ত বাহারি রং আর ডিজাইনের পাঞ্জাবির মাধ্যমে ক্রেতার মন জয় করতে। মানানসই পাঞ্জাবি না হলে ঈদের কেনাকাটা অপূর্ণই থেকে যায় অনেকের কাছে। তাই, ঈদ সামনে রেখে এমন ভিড় চট্টগ্রামের পাঞ্জাবির দোকানগুলোতে। পছন্দের রং আর ডিজাইনের পাঞ্জাবির খোঁজে ক্রেতা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। ছোট শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সী পুরুষের চোখ তাই পাঞ্জাবিতে। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে নজরকাড়া নানা ডিজাইনের পাঞ্জাবির পসরা সাজিয়েছেন বিক্রেতারাও। তাতে, স্বাদ আর সাধ্যের মধ্যে মিলিয়ে ক্রেতা বেছে নিচ্ছেন পছন্দসই পাঞ্জাবি। এবারের গরম ও বর্ষাকালীন আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক পাঞ্জাবি তৈরির কথা জানিয়েছেন বিক্রেতারা। তবে, এবার ঈদের বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিক্রেতারা। কারণ, গেল কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ায় কিছুটা হলেও ছেদ পড়েছে কেনাকাটা। কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব স্টাফ রিপোর্টার ॥ আইনের তোয়াক্কা না করে কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব। ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে শুরু করে একে একে ভরাট করা হচ্ছে পৌসভার নিজস্ব পুকুরও। অভিযোগ পাওয়া গেছে, ভরাটের পর সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকা। দেখে বোঝার উপায় নেই, এখানেই ছিল পৌর পুকুর। নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় এ পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয়েছে নগর মাতৃস্বাস্থ্য কেন্দ্র। একসময় পৌরসভার আওতায় ছিল আরও ১৩টি পুকুর আর ব্যক্তি মালিকানাধীন ছিল শতাধিক পুকুর। অথচ বেশির ভাগ পুকুরই এখন ভরাট। শহরে এখন হাতেগোনা যে কয়টি পুকুর রয়েছে, সেগুলোও প্রায় ব্যবহারের অনুপযোগী। অভিযোগ রয়েছে, সবচেয়ে বড় রথখলা আর নগুয়া এলাকার পুকুরটিও ভরাটের চেষ্টা চলছে।
×