ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রাণভিক্ষা চেয়েছেন কুলভূষণ

প্রকাশিত: ১৮:৩৯, ২৩ জুন ২০১৭

প্রাণভিক্ষা চেয়েছেন কুলভূষণ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানে আটক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতের প্রাক্তন নেভি অফিসার কুলভূষণ যাদব প্রাণভিক্ষা চেয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এই খবর জানানো হয়েছে। পাক সেনাপ্রধানের কাছেই এই প্রাণভিক্ষা চেয়েছেন তিনি, এমনটাই দাবি পাকিস্তানি সূত্রের। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বর্তমানে পাকিস্তানের জেলে বন্দি তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে ফাঁসির নির্দেশ দিয়েছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের এই ইস্যুতে মামলা চলছে আন্তর্জাতিক আদালতে। কিছুদিন আগেই আইএসআই অবসরপ্রাপ্ত কর্মী ফাঁস করেছেন যে বালোচিস্তান থেকে নয়, ইরান থেকেই অপহরণ করা হয়েছিল কুলভূষণ যাদবকে৷ আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় ভারতের কাছে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান৷ কুলভূষণ যাদবকে আইনি সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত৷
×