ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:৫৭, ২২ জুন ২০১৭

গসিপ

টুইটারে ইতিহাস গড়লেন কেটি পেরি জাস্টিন বিবার, টেইলর সুইফটকে পেছনে ফেলে সর্বাধিক অনুসারীর অধিকারী হলেনÑ কেটি পেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ পপ গায়িকার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ মিলিয়ন। হলিউড ও বলিউড তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তারপরই আছেন জাস্টিন বিবার, যার অনুসারীর সংখ্যা ৯৬.৭ মিলিয়ন। তবে এ তালিকার তৃতীয় অবস্থানে আছেন বারাক, তার অনুসারীর সংখ্যা ৯০.৮ মিলিয়ন। কেটি পেরির এ সাফল্য উদযাপনের জন্য গায়িকার জনপ্রিয় সব ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে টুইটার। এর ক্যাপশন হিসেবে তারা লিখেছেন, ‘১০০ মিলিয়ন অনুসারী নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কেটি পেরি’। সর্বপ্রথম ২০০৯ সালে টুইটারে যোগ দেন কেটি। কেটি ২০০৯ সালে টুইটারে যোগ দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এত অনুসারীতে পৌঁছাতে পেরেছি কারণ আমি নিজেই আমার টুইটগুলো লিখি। আমার এ্যাকাউন্ট আমি নিজেই চালাই। অবশ্য মাঝে মাঝে প্রচুর বানান ভুল ও টাইপিং এ ভুল হয়। কিন্তু তাতে কী?’ কেটির পরেই দ্বিতীয় অবস্থানে আছেন কানাডীয় সঙ্গীত তারকা জাস্টিন বিবার। তার অনুসারীর সংখ্যা ৯ কোটি ৬৭ লাখ। এরপর আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুসারীর সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। ৩ কোটি ২৪ লাখ অনুসারী নিয়ে অনেক পেছনে ৩৩তম অবস্থান গ্রহণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে পল্টনে অভিষেক অভিষেক বচ্চনের ফ্যানদের জন্য সুখবর। নিজের পরবর্তী ছবির ঘোষণা করলেন অভিষেক বচ্চন। ছবির নাম পল্টন। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘হাউজফল-৩’ ছবিতে। ছবিটি সাফল্যের মুখ দেখলেও এরপর কেন যেন নিজেকে গুটিয়ে ফেলেছিলেন অভিষেক বচ্চন। খ্যাতিমান নির্মাতা জে পি দত্ত নির্মাণ করছেন অভিষেকের ‘পল্টন। পোস্টারে দেখা যাচ্ছে, সৈনিকরা সারি সারি হাঁটছে। পোস্টারের মাথায় সেনাদের নাম ও পদের উল্লেখ রয়েছে। যা দেখে অনেকে বলছেন, যুদ্ধভিত্তিক কাহিনীর সিনেমায় অভিনয় করছেন জুনিয়র বচ্চন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। বহুদিন ধরেই জুনিয়র বচ্চনের আগমী ছবি নিয়ে আলাপ-আলোচনা চলছিল। কেউ বলছিল সেই ছবিতে নাকি অ্যাশ-অভি জুটি ছাড়াও অমিতাভ-জয়া জুটিও থাকবে। সেসব খবর বাস্তব রূপ নেয়নি। বরং অভিষেক বচ্চন নিজের আগামী ভেঞ্চার হিসেবে পল্টনের নামটাই ঘোষণা করেছেন ব্যক্তিগত ব্লগে। পরপর বেশকিছু কমেডি ছবি করার পর এবার সিরিয়াস। হঠাৎ এ পথ পরিবর্তনের কারণ? অভিষেক বলেছেন, কমেডি ভাল, তবে সিরিয়াস আরও ভাল। আর সবচেয়ে ভাল ছবির বিষয়। অতএব পল্টন ছবির বিষয়বস্তুর জন্যই এ ছবিতে সাইন করেছেন তিনি। যুদ্ধে পটভূমিকায় অভিষেক বচ্চনকে আগেও অভিনয় করতে দেখা গিয়েছে। ঠিক যুদ্ধ না হলেও যুদ্ধসংলগ্ন বিষয় নিয়েই জে পি দত্তর সঙ্গে তার প্রথম ছবি রিফিউজি। এরপর জে পি দত্তর পরিচালনায় আরও একটি ছবি করেন জুনিয়র বচ্চন, এল ও সি কার্গিল। এছাড়াও জে পি দত্তর সঙ্গে তিনি উমরাওজান ছবিতেও কাজ করেছেন। ফের সিলভার স্ক্রিনে কারিশমা! জুড়বা, রাজা হিন্দুস্তানি থেকে দিল তো পাগল হ্যায়। অভিনয়ের মাধ্যমে অনেকের হৃদয়েই জায়গা করে নিয়েছিলেন কারিশ্মা কাপুর। কাপুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেতা রণধির কাপুর এবং ববিতার প্রথম কন্যা। কারিশমা কাপুর ১৯৯১ সালে, সতের বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে রয়েছে, জিগর (১৯৯২), আনাড়ি (১৯৯৩), রাজা বাবু (১৯৯৪), সুহাগ (১৯৯৪), কুলি ন. ১, গোপী কিষাণ (১৯৯৪), সাজান চালে শাশুড়াল (১৯৯৬) এবং জীত (১৯৯৬)। ১৯৯৬ সালে, কাপুর তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্য রাজা হিন্দুস্তানি চলচ্চিত্রের জন্যে প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এবং পরবর্তী সময়ে দিল তো পাগল হ্যায় (১৯৯৭) রোমান্টিক নাট্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ প্বার্শ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হন ফিজা (২০০০) চলচ্চিত্রে নেতৃস্থানীয় ভূমিকায় অভিনয়ের জন্য এবং জুবেইদা (২০০১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। বলিউডের সফল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছিলেন নিজেকে। কিন্তু, গত কয়েক বছরে সিলভার স্ক্রিন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন তিনি। মাঝে ‘ ‘ডেনজারাস ইশক’-এ দেখা গেলেও পাকাপাকিভাবে কামব্যাক করেননি। আর এবার তার ভক্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কি অভিনয়ে ফিরবেন কারিশমা কাপুর? তার উত্তর অনেককেই নিরাশ করবে। কারণ এখনই অভিনয় নিয়ে কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কারিশমা। তবে সঙ্গে কিছুটা রহস্যও রেখে দিয়েছেন। বলেন, আমি জীবনে কোন কিছুই পরিকল্পনা করে করিনি। তাই এখনই ছবি করার পরিকল্পনা নেই। কিন্তু, কী হতে পারে কেউ জানে না। দেখা যাক। এদিকে ‘জুড়বা টু’-তে ছোট্ট চরিত্রে কারিশমাকে দেখা যেতে পারে বলে কয়েক দিন ধরেই জল্পনা ছড়িয়েছে। কিন্তু, ক্যামিও রোলে নয়, মালাকেই (জুড়বা ছবিতে কারিশমার নাম) ফের দেখার জন্য অপেক্ষা করে রয়েছে তার ভক্তরা। ওয়ান ডিরেকশন ওয়ান ডিরেকশন হচ্ছেÑ লন্ডনভিত্তিক একটি ব্রিটিশ ব্যান্ড যেটি নিয়াল হরান, লুইস টমিলসন, লিয়াম পেনে এবং হ্যারি স্টাইলস নিয়ে গঠিত। ২০১০ সালে ব্রিটিশ টেলিভিশনের গানের প্রতিযোগিতা ‘দা এক্স ফ্যাক্টর’ এর মধ্যে তৃতীয় হওয়ার পর গ্রুপটি ‘সিমন কোয়েল’-এর ‘সাইকো মিউজিক রেকর্ড’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। আন্তর্জাতিকভাবে সোশ্যাল মিডিয়াতে বিশাল সাফল্যের পাশাপাশি ওয়ান ডিরেকশনের পাঁচটি এ্যালব্যাম ‘আপ অল নাইট’ (২০১১), ‘টেইক মি হোম’ (২০১২), ‘মিড নাইট মেমরি’ (২০১৩), ‘ফোর’ (২০১৪) এবং ‘মেইড ইন দা এএম’ (২০১৫) মুক্তি পেয়েছে। গত সপ্তাহে লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। সে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে এক সময়ের বিখ্যাত ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন। ব্রিটিশ টেলিভিশন তারকা ও প্রযোজক সাইমন কাওয়েল এ আয়োজন করেছেন। বিভিন্ন শিল্পীর গানগুলো রেকর্ড করে সেগুলো থেকে পাওয়া অর্থ চলে যাবে ক্ষতিগ্রস্তদের কাছে। তালিকায় থাকছে ওয়ান ডিরেকশনের সদস্যদের গান। অবশ্য সেটি ওয়ান ডিরেকশন ব্যান্ড নামে থাকছে না। গানগুলো ব্যান্ডের সদস্যদের একক গান হিসেবে থাকবে। দুই সদস্য লুই টমলিনসন ও লিয়াম পেইনের একক গান থাকবে। ব্যান্ডটির সদস্যদের গান ছাড়াও থাকছে স্থানীয় ও বিশ্বজোড়া ৬০ জন কিংবদন্তি শিল্পীর গান। সাইমন ও গ্রাফাঙ্কেলের ১৯৭০ সালের বিখ্যাত গান ‘ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার’ গানটিও থাকছে। থাকছে রিটা ওরা ও রবি উইলিয়ামসের মতো শিল্পীদের গান। তথ্যসূত্র- ওহঃবৎহবঃ
×