ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক

প্রকাশিত: ২১:৫৫, ১৯ জুন ২০১৭

কিশোরগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ খুলনা থেকে অপহৃত ব্যবসায়ী মোনায়েম খান মিথুনকে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে উদ্ধার করা হয়েছে।এ সময় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যা ব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা॥ অপহরনের কাজে ব্যবহৃত তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি,মুক্তিপণের ১ লাখ ৫ হাজার টাকা ,৭টি মোবাইল ফোন,৭টি সিম উদ্ধার সহ প্রাইভেটকার জব্দ করা হয়। রবিবার রাতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারসহ চক্রটিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো কিশোরগঞ্জের বাজিতপুরের সাতবাড়িয়া গ্রামের ওমর ফারুক রাসেল, গোলাম কাউছার মন্টু,একই উপজেলার কুতুবপুর গ্রামের রাকিবুল হাসান,নগর কান্দার মন্নান মিয়া,এবং একই জেলার তাড়াইলের শিহাব ও ভৈরবের সাদেকপুর গ্রামের সোহানুর রহমান । র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গত ৭ জুন খুলনার জিরো পয়েন্ট থেকে মৎস্য ব্যবসায়ী মোনায়েম খান মিথুনকে অপহরন করে কিশোর গঞ্জের বাজিতপুরে নিয়ে মতিউর রহমানের বাড়িতে আটক রেখে অপহৃতের পরিবারের কাছে চক্রটি ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি র্যা বকে অবগত করালে তার বোনের সহায়তায় এস এ পরিবহনে ৫ লাখ টাকা পাঠানো হয়েছে জানালে অপহরনকারিরা টাকা তুলতে এলে র্যা ব প্রথমে ২ জনকে আটক করে । তাদের স্বীকারোক্তিনুযায়ী সাতবাড়িয়া গ্রামের মতিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে চক্রের বাকি ৪ সদস্যকে আটক করে। এ সময় ভিকটিমকে উদ্ধারসহ অপহরনের কাজে ব্যবহৃত তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, অপহরনের ১ লাখ ৫ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন,৭টি সিম উদ্ধার সহ। অপহৃতের প্রাইভেটকার জব্দ করা হয়।
×