ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ভ্রাম্যমান আদালতের ৫টি মামলা

প্রকাশিত: ০০:১৩, ২৯ মে ২০১৭

নওগাঁয় ভ্রাম্যমান আদালতের ৫টি মামলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার বিকেলে নওগাঁয় ভ্রাম্যমান আদালত ৫টি মামলায় ২২ হাজার টকা জরিমানা আদায় করেছে। এদিন বিকেল ৩টা থেকে বিভিন্ন ইফতারির দোকান এবং বড় বড় মুদি দোকানগুলোতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভোক্তাদের স্বার্থে নওগাঁ’ জেলা প্রশাসকের নির্দেশে শহরের বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম হাবিবুল হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও শোয়ায়েব হোসেন, পুলিশের এস আই সোহেল রানা এবং স্যানিটারী বিভাগের পরিদর্শক শামসুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টানানো, ভেজালযুক্ত অপরিচ্ছন্ন ইফতারী বিক্রি, অতিরিক্ত মুল্য নেয়া এবং ওজনে কম দেয়ার অভিযোগ উত্থাপন করে ৫টি মামলা লিপিবদ্ধ করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য নওগাঁর শহরের ঐতিহ্যবাহি মুদি ব্যবসায়ী পালের দোকানে ১০ হাজার টাকা জরিমানাসহ অন্য আরও ৪টি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের হুঁশিয়ারী দেয়া হয়।
×