ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমান-ফারজানা ছবির ‘নদীকাব্য’

প্রকাশিত: ০০:৪৭, ২৬ মে ২০১৭

আমান-ফারজানা ছবির ‘নদীকাব্য’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ চলচ্চিত্র অভিনেতা আমান রেজা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি এক সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। চলচ্চিত্রের নাম ‘নদীকাব্য’। মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত জীবনমুখী এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আমির সিরাজী, রেহানা জলি, কিনা, মানিকগঞ্জের শিবালয় থানার দক্ষিণ তেওতা গ্রামের অনেক নারী-পুরুষ এবং পিদিম থিয়েটারের কিছু কিশোর-কিশোরী। নারীর ক্ষমতা, সংগ্রাম এবং অশুভ শক্তির কাছে মাথানত না করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নদীকাব্য’। যমুনার পাড়ের জেলে পল্লীর সদ্য স্বামীহারা রেজিনার জীবন সংগ্রাম ফুটে উঠেছে এই সত্যের কাছাকাছি গল্পে। এক নারীর সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, তার জীবনের প্রেম এবং মিথ্যা অপবাদের কাব্যই এই চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য। চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। রেজিনা চরিত্রকে বাস্তবযোগ্য করার জন্য সীমাহীন পরিশ্রম করেছেন ছবি। তার পোশাকে, আচরণে এবং সংলাপ উচ্চারণে ছবি হয়ে উঠেছিলেন যমুনা নদী পাড়ের হাজার নারীর একজন। পরিচালক মোহাম্মদ হোসেন জেমী বলেন, গতানুগতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ধারা থেকে বেরিয়ে এসে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের উপস্থাপনার ধারায় নির্মিত হচ্ছে ‘নদীকাব্য’। ফারজানা ছবির সঙ্গে আমার এই প্রথম কাজ। ওর অভিনয় দেখে বার বার আমার মনে পড়েছে মাইকেল চেখভের ‘অনুপ্রাণিত অভিনয়ের’ ছক। নতুন হলেও পরান চরিত্রটি চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করেছে এবং সফলও হয়েছে। তিনি জানান দেশের বিভিন্ন মাধ্যমে প্রদর্শনসহ বিদেশে ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য বর্তমানে চলচ্চিত্রের পোস্ট প্রডাকশনের কাজ চলছে।
×