ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইল পুলিশের মাদক সেবন না করার শপথ

প্রকাশিত: ১৯:২১, ২৮ এপ্রিল ২০১৭

নড়াইল পুলিশের মাদক সেবন না করার শপথ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে নড়াইলের পুলিশ সুপারসহ জেলার সকল পুলিশ কর্মকর্তারা ও সদস্য মাদক সেবন করবেন না, মাদক সেবী ও ব্যবসায়ীদেরও সহযোগিতা করবেন না এই মর্মে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ দিদার আহমেদের উপস্থিতিতে এই শপথবাক্য পাঠ করান নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। নড়াইলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান জনকন্ঠকে জানান, চলমান অভিযানে ১৭০ জন আটক মাদক ব্যবসায়ী ও সেবনকারী বর্তমানে জেল হাজতে রয়েছেন। মাদক মামলা হয়েছে ১২৮ টি। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জনকন্ঠকে বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে তিনি জেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সকল জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
×