ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাউধা পরিকল্পিত হত্যার শিকার, অভিযোগ বাবার

প্রকাশিত: ২৩:০১, ২৩ এপ্রিল ২০১৭

রাউধা পরিকল্পিত হত্যার শিকার, অভিযোগ বাবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজে পড়তে আসা মালদ্বীপের মডেল কন্যা রাউধা আথিফ পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হয়েছে বলে ফের দাবি করেছেন তার বাবা। একইসঙ্গে এ হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও ময়নাতদন্তের চিকিৎসকরা বলে দাবি করেছেন তার বাবা ডা. মোহাম্মদ আথিফ। আজ রবিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করে রাউধার চিকিৎসক বাবা আথিফ বলেন, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যার আলমত রাউধার শরীরে রয়েছে। লিখিত বক্তব্যে ডা. আথিফ বলেন, সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করলে যেসব চিহ্ন চোখেমুখে ও শরীরে ফুটে ওঠে তার কোনোটিই পাওয়া যায় নি রাউধার লাশে। কিন্তু শ্বাসরোধ করে হত্যা করলে যেসব আলামত ফুটে ওঠে তার সবগুলোই ছিলো। তিনি অভিযোগ করেন, তার মেয়ে যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে কলেজ কর্তৃপক্ষ বলছে তার কোনো প্রমানই নেই। একজন মানুষ ফ্যানের সঙ্গে ঝুললে সেই ফ্যানে দাগ পড়বে বা বাঁকা হয়ে যাবে। কিন্তু তার কোন চিহ্ন পাওয়া যায়নি। আদৌ তার মেয়ে ফ্যানে ঝুলে ছিলো কি না সেটাও পরিষ্কার নয়। কারণ- একজনও দেখে নি রাউধার ফ্যানে ঝুলে ছিল। তার মৃত্যুর পর যে ছবি পাওয়া যায় তা বিছানায় শোয়ানো অবস্থায়। ছবি না থাকলে কীভাবে বাবা হিসেবে আমি বিশ্বাস করবো যে- আমার মেয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে? চিকিৎসক আথিফ আরো বলেন, আত্মহত্যা করলে স্যালিভা বেরিয়ে আসে। মুত্র বেরিয়ে আসে। হাত-পা ছড়ানো থাকে। কিন্তু রাউধার হাত মুষ্টিবদ্ধ ছিলো। সাধারণত শ্বাসরোধ করা হলে লাশের মুষ্টিবদ্ধ থাকে। এছাড়া রাউধার গলায় হাতের আঙ্গুলের স্পষ্ট ছাপ ছিলো বলে দাবি করেন আথিফ। ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও ময়নাতদন্তের চিকিৎসকদের ভূমিকা প্রশ্ন তুলে ডা. আথিফ আরও বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে ময়নাতদন্তকারী চিকিৎসকরা গাফিলতি করে এক্সরে ও এমআরআই করেনি বলেও দাবি করেন তিনি। মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ডা. আথিফ বলেন, শাহ মুখদুম থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে গাফিলতি করেছে। তবে পুলিশের অপরাধ বিভাগ গুরুত্ব নিয়ে তদন্ত করছে বলে জানান আথিফ। এদিকে, সোমবার কবর থেকে রাউধার লাশ উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আসমাউল হক। প্রসঙ্গত, ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়।
×