ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার পৌরসভা মার্কেটের ভাড়া যাচ্ছে মধ্যস্বত্ব ভোগীর পকেটে

প্রকাশিত: ১৯:১১, ২১ এপ্রিল ২০১৭

কক্সবাজার পৌরসভা মার্কেটের ভাড়া যাচ্ছে মধ্যস্বত্ব ভোগীর পকেটে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পৌরসভার সুপার মার্কেট সহ বিভিন্ন দোকানের ভাড়ার একটি বড় অংশ মধ্যসত্বভোগীরা নিয়ে নিচ্ছে। এতে পৌরসভা মোটা দাগের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সুপার মার্কেটের কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে তারা পৌরসভাকে ভাড়া দেয় মাত্র ৪’শ থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত। ওইসব দোকানের ভাড়াটিয়া ভাড়া পরিশোধ করছে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। মূলত যাদের সঙ্গে পৌরসভার চুক্তি আছে, তারা উপভাড়া দিয়ে প্রতিমাসে আয় করছে বাড়তি কয়েক হাজার টাকা। ওয়াকিবহাল মহলের দাবী প্রথমত পৌরসভার দোকানের ভাড়া বর্তমান বাজার মুল্যের চেয়ে অনেক গুণ কম। আর কোন উপভাড়াটিয়া না রেখে সরাসরি ভাড়া দিলে পৌরসভা বহুগুণে রাজস্ব পেত। পৌর সচিব রাসেল চৌধুরী বলেন, পৌরসভা চালায় পৌর পরিষদ। উনারা যদি সিদ্ধান্ত নেন- কাল থেকে সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক মত ভাড়া আদায় হয়, তাহলে কয়েকগুণ রাজস্ব বাড়বে। নিয়ম অনুযায়ী উপভাড়া দেয়ার কোন নিয়ম নেই। এছাড়া বর্তমান বাজার মূল্য অনুযায়ী ভাড়া পূর্ন নির্ধারণ করা যেতে পারে। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে খুব দ্রুত পরিষদ সভায় সিদ্ধান্ত নেব।
×