ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভয়াবহ তদবিরের চাপে ব্যাংকিং খাত

প্রকাশিত: ০০:১৭, ২০ এপ্রিল ২০১৭

ভয়াবহ তদবিরের চাপে ব্যাংকিং খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে তদবিরের ভয়াবহ চাপে রয়েছে ব্যাংকিং খাত। তদবির ছাড়া ব্যাংকে এখন আর কোনো নিয়োগই হয় না। তদবিরের চাপে ব্যাংকে সঠিক নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকিং খাতে মানবসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় ব্যাংকিং খাতের কর্মকর্তারা এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। কর্মশালায় পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকে অনেক লবিস্ট রয়েছে। এদের কারণে ব্যাংকে অনেক পদ সৃষ্টি করতে হয়। যা পুরোপুরি ইচ্ছার বিরুদ্ধে। সব ব্যাংকেই এসব লবিস্ট গোষ্ঠী থাকে। তারা লবিং করে নিয়োগ পেতে চায়। বিভিন্ন পরিচালকের সুপারিশে তারা আসেন। বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলী বলেন, ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অসৎ কর্মকর্তা নিয়োগ পেলে সর্বনাশ হয়ে যাবে। এক্ষেত্রে সবাইকে নৈতিকতা মেনে চলার আহ্বান জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক বলেন, অনেক সময় তদবিরে সঠিক নিয়োগ দেওয়া কঠিন হয়ে যায়। কোনো ব্যাংকে সঠিক নিয়োগ পরিকল্পনা নেই। থাকলেও তার চর্চা নেই। গ্রাম পর্যায়ের শাখা ব্যবস্থাপকদের ব্যাপক সেচ্ছাচারিতা লক্ষ্য করা যায়। ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক জন সরকার বলেন, ব্যাংকিং খাতে জনবল নিয়োগে পারিবারিক ঐহিত্য দেখতে হবে। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বৈষম্য কমাতে হবে।
×