ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ মার্চ ২০১৭

নতুন গবেষণা

ভ্যাকুয়াম ক্লিনার স্বয়ংক্রিয়ভাবে ঘরের মেঝে পরিষ্কার করতে পারে ভ্যাকুয়াম ক্লিনারটি। এটির নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট এতে কণ্ঠস্বর নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এ্যাসিস্ট্যান্ট সেবা ‘এ্যালেক্সা’ও যুক্ত করার পরিকল্পনা এঁটেছে। ফলে আগামীতে ব্যবহারকারীদের মুখের কথায়ই কাজ করতে পারবে ‘রম্বা ৯০০’ সিরিজের ভ্যাকুয়াম ক্লিনারটি। স্মার্ট চাকা নিজ থেকেই বাতাসের চাপ, তাপমাত্রা, ওজন এবং কার্যক্ষমতার তথ্য ব্যবহারকারীদের স্মার্টফোনে জানান দিতে পারে স্মার্ট চাকা। এ জন্য চাকাটিতে যুক্ত করা হয়েছে বিশেষ ধরনের তথ্য শনাক্তকরণ ‘চিপ’। চাকার সবশেষ মান পর্যবেক্ষণ করে এ্যাপের মাধ্যমে নিয়মিত তথ্য দিয়ে থাকে চিপটি। জেনেভা মোটর শোতে চাকাটি প্রদর্শনও করেছে নির্মাতাপ্রতিষ্ঠান পিরেলি।
×