ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: ২২:২৭, ১৯ জুলাই ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ “খাল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও মৎস্য গবেষণা উপ-কেন্দ্রের আয়োজনে ১৯-২৫ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য চাষে বর্তমান সরকারের সফলতা এবং আগামী করনীয় বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কলাপাড়া মৎস্য গবেষনা ইনস্টিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×