ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার ৩ পৌরসভায় ৪৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ২১:৫৬, ২৯ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধার ৩ পৌরসভায় ৪৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার তিন পৌরসভার ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা পৌরসভায় ২৯টি, সুন্দরগঞ্জ পৌরসভায় ৪টি ও গোবিন্দগঞ্জ পৌরসভায় ১৪টি। গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুত্রে জানা গেছে, গাইবান্ধার ৩ পৗরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এছাড়া তিন কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এরই মধ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সোমবার দুপুর থেকে তিন পৌর এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে।
×