ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রানী এলিজাবেথের নাৎসি স্যালুটের ছবি ও ভিডিও

প্রকাশিত: ০৪:০৪, ২১ জুলাই ২০১৫

রানী এলিজাবেথের নাৎসি স্যালুটের  ছবি ও ভিডিও

নাৎসি ভাবাবেগ নিয়ে নরম মনোভাব রাখেন বলে বহুবার অভিযোগ উঠেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের চাচা অষ্টম এডওয়ার্ডের বিরুদ্ধে। এ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানি যে ভয়াবহ সময় দেখেছে, তার সঙ্গে যুক্ত বলেও ইতিহাসের পাতায় নানা বিতর্ক রয়েছে বাকিংহাম প্যালেস নিয়ে। ইতিহাসের পাতা থেকে প্রায় ৮০ বছর পুরনো সেই অতীত শনিবার ফের সামনে এসে দাঁড়িয়েছে রাজপরিবারের। খবর গার্ডিয়ান ও আনন্দবাজার পত্রিকার। ব্রিটেনের একটি সংবাদপত্রে প্রকাশ করা কয়েকটি ছবি ও তার ইন্টারনেট সংস্করণে দেয়া ১৭ সেকেন্ডের একটি সাদা-কালো ভিডিওতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের লনে ৭ বছরের রানী এলিজাবেথকে তার ছোট বোন মার্গারেট, মা ও চাচা অষ্টম এডওয়ার্ডের সঙ্গে নাৎসি স্যালুট করতে দেখা গেছে। ১৯৩৩ সালের বাকিংহাম প্যালেসের এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে রবিবার দুঃখপ্রকাশ করলেও পুরো ঘটনায় ক্ষুব্ধ রানী দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসলে পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালার অতি সংরক্ষিত বিভাগে রাখা আছে ওই ভিডিও। ফলে তা যে কারও হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। এ অবস্থায় ব্রিটেনের ওই সংবাদপত্র কিভাবে ভিডিওটি হাতে পেল, তা নিয়ে তদন্তের দাবি করেছে রাজপরিবার। রাজ পরিবারের এক সূত্র বলেছে, রানী জানতে চান এই ফিল্মটি কে বাইরে এনেছে, কিভাবে এনেছে এবং কেন এনেছে। এ ঘটনার তদন্তভার পুলিশের হাতে তুলে দিতে ইতোমধ্যেই সব রকম ব্যবস্থা নিয়ে ফেলেছে বাকিংহাম প্যালেস। রাজপরিবারের আসল ভিডিওটি সংরক্ষিতই রয়েছে দাবি করে সংবাদপত্রটির তরফে জানানো হয়, ১৯৩৩ সালে তোলা ওই ভিডিওটির বেশ কয়েকটি নকল বাইরে ছড়িয়ে রয়েছে। তারই একটি সম্প্রতি হাতে পেয়েছে তারা। তবে এ কথা মানতে নারাজ রাজপরিবার। তাদের সন্দেহ, ষড়যন্ত্র করা হচ্ছে।
×