ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিমানমন্ত্রী রাশেদ খান মেননের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৮ মে ২০১৫

বিমানমন্ত্রী রাশেদ খান মেননের জন্মদিন আজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের ৭২তম জন্মদিন আজ ১৮ মে। ১৯৪৩ সালের এ দিনে তিনি তাঁর পিতা মরহুম বিচারপতি আঃ জব্বার খানের কর্মস্থল ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর মা মরহুমা সালেহা খাতুন। মন্ত্রী মেননের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর অন্য ভাই-বোনেরা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তিনি এক পুত্র ও এক কন্যার জনক। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বিগত শতকে ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা রাশেদ খান মেনন ৬২’র আয়ুববিরোধী সামরিক শাসন ও শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসেন। ১৯৬৩-৬৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ‘৬৪-’৬৭ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ’৬২ সালে নিরাপত্তা আইনে প্রথম কারাবন্দী হওয়ার পর ‘৬৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে নিরাপত্তা আইন, দেশরক্ষা আইন ও বিভিন্ন মামলায় কারাবরণ করেন। ‘৬৪-এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ছাত্র সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। Ñবিজ্ঞপ্তি
×