ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

মাজার জিয়ারত শেষে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য, বাড়িতে শোকের মাতম

স্টাফ রিপোর্টার, গলাচিপা,পটুয়াখালী

প্রকাশিত: ১৬:৫০, ৩ মে ২০২৪; আপডেট: ১৭:৪০, ৩ মে ২০২৪

মাজার জিয়ারত শেষে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য, বাড়িতে শোকের মাতম

নিহত ব্যক্তি।

সিলেটের মাজার জিয়ারত শেষে ঢাকার সাভারের কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের একই পরিবারের ৪ সদস্য। বাড়িতে চলে শোকের মাতম। শুক্রবার (৩ মে) ভোর ৫টায় গ্রামের বাড়িতে ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে ৪টি মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। 

সকাল ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে বাড়ির কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। পরিবারটির উপার্জনকারী দুই সদস্যের উভয়েই মারা যাওয়ায় শোকাবহ পরিবেশ আরো দুঃসহ  হয়ে ওঠে। 

নিহত এনামুল খোকনের স্ত্রী ইমা বেগম কোলে একমাত্র দেড় বছরের শিশু কন্যাকে দেখিয়ে কান্নায় ভেঙে পড়ে বলেন, কে আমার এই মাইয়াডারে দ্যাখবে। 

আহাজারি।নিহতের মা ষাটোর্ধ হালিমা বেগম বলেন, দুই ছেলেই কাজ করে সংসার চালাতো। এখন আর সংসার চালানোর কেউ রইল না।

গত ১ মে বুধবার দিবাগত রাত আড়াইটায় সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারযোগে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য ও ড্রাইভারসহ ৫ জন নিহত হয়। 

নিহতরা হলেন- গলাচিপার বোয়ালিয়া গ্রামের একই পরিবারের মৃত মৌজে আলী মৃধার ছেলে জামাল হোসেন মৃধা (৪৫), তার স্ত্রী কামরুন্নহার (৩২)ও ১২ বছরের একমাত্র ছেলে অনন্ত এবং জামালের ছোট ভাই এনামুল খোকন (২৮)। 

এছাড়া নিহত ড্রাইভার হারুন ব্যাপারির (৩৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।  

নিহতদের মধ্যে জামাল মৃধা ও তার ছোট ভাই এনামুল খোকন সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতেন। 

এসআর

×