ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ক্রিকেট শুরু হবে দুটি নিয়ম মেনে : পাপন

প্রকাশিত: ২০:৩৭, ১৫ আগস্ট ২০২০

ঘরোয়া ক্রিকেট শুরু হবে দুটি নিয়ম মেনে : পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ মার্চে প্রথম রাউন্ডের খেলা শেষেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বন্ধ করে দিতে হয়েছে মহামারি করোনাভাইরাসের কারণে। এরপর আর আলোর মুখ দেখেনি স্থগিত হওয়া লিগটি। কবে নাগাদ আবারও মাঠে গড়াবে মৌসুমের বাকি ম্যাচগুলো তারও কোনো সুনির্দিষ্ঠতা নেই। এমন অবস্থায় আর্থিকভাবে বিপাকে পড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা, যাদের রুটি-রুজির একমাত্র পথ এই লিগ। এই ব্যপারটিও ভাবতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আজ জাতীয় শোক দিবসে বিসিবির কর্মসূচিতে যোগ দেন দেশের ক্রিকেটের প্রধান নাজমুল হাসান পাপন। এখানে তিনি জানান, ঘরোয়া ক্রিকেট নিয়ে এখনই কোনো ঝুঁকি নিতে চায়না বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে লিগ শুরু হওয়া। "আমি এখন পর্যন্ত যা জানি, দুইটি কন্ডিশন হলে লিগ শুরু হতে পারে। প্রথমত, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে দ্বিতীয়ত, ভ্যাক্সিন যদি আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না।" পাপন আরও বলেন, "এক দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা! আমাদের কাছে লজিক্যাল কোনো ব্যাখ্যা নেই। তাছাড়া করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ্যাক্সিন আসতে হবে। এজন্যর আমরা অপেক্ষা করছি।" সময় ঘনিয়ে আসছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমকাল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসর সময় মতো অনুষ্ঠিত হবে কী না এনিয়ে পাপন জানান, বিদেশি ক্রিকেটারদের ঝুঁকির ব্যপারটা মাথায় রাখার কথা, "আইপিএলের মতো খেলা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে বলছে তারপরও কিন্তু অনেক খেলোয়াড় আসতে পারছে না। কে কে আসতে পারবে সেই নিশ্চয়তা নেই। আজ আমি নেগেটিভ সেজন্য ২০-২৫ জন খেলোয়াড় নিয়ে খেলা শুরু করে দিলাম কিন্তু, মাঠে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে খেলতে গিয়ে যদি পজিটিভ হয়? এই যে পজিটিভ হবে না সেই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। নিশ্চয়তা যেহেতু নেই তাই সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে।"
×