ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফটো সেশনে অনুপস্থিত সাকিব

প্রকাশিত: ১২:২১, ৩০ এপ্রিল ২০১৯

ফটো সেশনে অনুপস্থিত সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে সোমবার। রবিবার রাতেই ভারত থেকে দেশে ফিরেছেন অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সোমবার শেষদিন মাঠে উপস্থিত হলেও অনুশীলনে নামেননি। এমনকি দলের বিশ্বকাপ জার্সিতে অফিসিয়াল ফটোশ্যূটেও অনুপস্থিত ছিলেন সাকিব। বিষয়টি সবারই নজরে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, দলের অন্যরা সাকিবের এমন আচরণে অভ্যস্ত হয়ে উঠেছে। তিনি দাবি করেন, টিম ফটোসেশনে না থাকাটা সাকিবের জন্যই দুর্ভাগ্যের। গত ২২ এপ্রিল বাংলাদেশ দলের বিশ্বকাপ অনুশীলন শুরু হয়েছিল। শুরু থেকেই সাকিবকে উপস্থিত থাকার জন্য চিঠিও পাঠায় বিসিবি। ওই সময় সাকিব ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার জন্য সানরাইজার্স হায়াদরাবাদের তাঁবুতে অবস্থান করছিলেন। কিন্তু পরে ম্যাচ খেলার সুযোগ থাকা, সানরাইজার্সে অনুশীলন করা এবং ব্যক্তিগতভাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ায় বিসিবি সাকিবকে ছাড় দেয়। সরাসরি আয়ারল্যান্ডে যাওয়ার সময় দলের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন তিনি। অবশেষে আরও দুটি ম্যাচ আইপিএলে খেলার পর রবিবার বিকেলে দেশে ফেরেন সাকিব। সোমবার সকালে বাংলাদেশ দলের শেষ প্রস্তুতি ছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো একটা দিন সতীর্থদের সঙ্গে মাঠে নেমে অনুশীলন করবেন দেশসেরা এই ক্রিকেটার। কিন্তু সাকিব শীতাতপ নিয়ন্ত্রিত ড্রেসিং রুমেই থেকেছেন। অনুশীলন শেষ হওয়ার পর বিসিবি পরিচালকদের সঙ্গে ক্রিকেটারদের অফিসিয়াল মধ্যাহ্নভোজ ছিল, সেখানেও অংশগ্রহণ করেননি। পরে অফিসিয়াল জার্সিতে বিশ্বকাপের জন্য ফটোসেশনের কথা জানানোর পরও থাকতে পারেননি সাকিব। এ বিষয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘এটা দুঃখজনক, যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। কোথায় তুমি? বলল আমি তো চলে এসেছি। ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। আমার সঙ্গে যোগাযোগ হয়নি। পরে বলল আপনার বাসায় আসব রাতে। বলেছি, এখন একটু দেখা হোক। বলল আমি তো বেরিয়ে গেছি।’ দলীয় ফটোসেশনে থাকতে পারেননি, কিন্তু সে বিষয়টিও পাপন আগেই বলেছিলেন সাকিবকে। এ বিষয়ে পাপন বলেন, ‘জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসঙ্গে, থাকবে ফটোসেশনে একসঙ্গে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম কিন্তু সে তো নাই। এটাই বাস্তবতা।’ সাকিব দলের সঙ্গে না থাকায় দলগত ছন্দে এবং সংঘবদ্ধতায়ও প্রভাব পড়তে পারে। এ বিষয়ে অবশ্য পাপন বললেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ দল যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’ অবশ্য সাকিবের সতীর্থরা এতে অভ্যস্ত হতে থাকলেও বিসিবি অভ্যস্ত হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিসিবিও এতে অভ্যস্তই হয়ে পড়েছে। এ বিষয়ে পাপন অবশ্য বললেন, ‘প্রশ্নই আসে না (অভ্যস্ততার)। দল যখন পরশুদিন চলে যাচ্ছে এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
×