ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এই আউটের সিদ্ধান্ত হয়ে থাকল চরম বিতর্কিত

প্রকাশিত: ০২:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯

 এই আউটের সিদ্ধান্ত হয়ে থাকল চরম বিতর্কিত

অনলাইন ডেস্ক ॥ হটস্পটে দেখা গেল ব্যাটে বল লাগার দাগ। তবুও রিভিউয়ে এলবিডব্লিউ দেওয়া হল নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল। যা প্রশ্ন তুলে দিল ডিআরএস পদ্ধতি নিয়েই। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ড্যর ষষ্ঠ বলে এলবিডব্লিউ হন ড্যারিল মিচেল। অবাক ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে রিভিউ নেন। মিচেল হাবেভাবে বোঝান যে ব্যাটে বল লেগেছে তাঁর। রিভিউয়েও তা দেখা যায়। হটস্পটে দেখা যায় বল ব্যাটে লাগার চিহ্ন। মনে করা হচ্ছিল যে আম্পায়ার আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেবেন। কিন্তু দেখা যায় আম্পায়ার ফের আঙুল তোলেন। ব্যাখ্যা উঠে আসে যে স্নিকোয় শব্দের কোনও আওয়াজ ধরা পড়েনি। তার জন্যে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার শন হেগ। আর তাঁর থেকে সঙ্কেত পেয়েই ‘অনফিল্ড’ আম্পায়ার আউটের সিদ্ধান্ত ফের জানান। যা দেখে হতচকিত হয়ে পড়েন মিচেল। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেলকে তখন বলেন অপেক্ষা করতে। ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি এই সময় কথা বলেন কেন উইলিয়ামসনের সঙ্গে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় কথা বলতে। অভূতপূর্ব বিভ্রান্তির জন্ম নেয় মাঠে। তারপর ড্যারিল মিচেল হাঁটতে থাকেন সাজঘরের উদ্দেশে। ধারাভাষ্যকার সাইমন ডুল বলে ওঠেন, “এটা হাস্যকর।” ভারত অধিনায়ক রোহিত শর্মা একমাত্র চাইলে ডেকে নিতে পারতেন ড্যারিল মিচেলকে। কিন্তু, তিনি তা করেননি। ফলে, এই আউটের সিদ্ধান্ত হয়ে থাকল চরম বিতর্কিত। ইলিয়ামসনও অবাক হয়ে যান। তিনি অসন্তোষ জানিয়েও দেন আম্পায়ারকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!