ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪১, ১২ নভেম্বর ২০১৮

এবার শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন ও এবারের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের কাছে হেরে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মহিলা টি২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডের মুখোমুখি হবে সালমা খাতুনরা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি মাঠে গড়াবে। তবে ভারি বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ার জোর শঙ্কা রয়েছে। গায়ানার প্রভিডেন্সে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে বড় পরাজয় মানতে হয়। মহিলা টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেমিফাইনালে ওঠার জন্য আজ দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। জিততে পারলে স্বপ্নটা পূরণের আশা উজ্জ্বল হবে। হারলে তা ম্লান হবে। বোলিং নিয়ে আপাতত তেমন কোন সমস্যা নেই তা স্পষ্ট হয়েছে গত কয়েকটি ম্যাচ থেকে। মূল সমস্যা ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলেই সালমারা দারুণ কিছু করতে সক্ষম হতে পারেন। তবে ইংল্যান্ডের মেয়েরা দারুণ শক্তিশালী। অবশ্য প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ভারিবর্ষণে সেই ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। আজ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও ভারিবর্ষণের সম্ভাবনা প্রবল। কারণ এই সপ্তাহের সব দিনই ভারি শিলাবৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাসে। সে কারণে সেন্ট লুসিয়া থেকে ম্যাচগুলো গায়ানায় স্থানান্তরের বিষয়টি নিয়ে ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কারণ সবগুলো ম্যাচই পরিত্যক্ত হলে ‘এ’ গ্রুপ থেকে এক ম্যাচ জিতেই ক্যারিবীয় মেয়েরা সেমিতে উঠে যাবে এবং দ্বিতীয় বাছাই দল হিসেবে ইংলিশ মেয়েরাও শেষ চার নিশ্চিত করবে। তবে আজকের ম্যাচটির ক্ষেত্রে তা আপাতত সম্ভব হচ্ছে না। এখানেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
×