ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মায়ামিতে লা লিগা, ভেটো স্প্যানিশ ফুটবলারদের

প্রকাশিত: ০৬:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মায়ামিতে লা লিগা, ভেটো স্প্যানিশ ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার পরিকল্পনা নেয়া হচ্ছিল স্প্যানিশ লা লিগার নিয়মিত কিছু খেলা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা ভাবছিল লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু কিছুদিন আগে সেটি নাকচ করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এবার খেলোয়াড়রাও তাদের অসম্মতি জ্ঞাপন করলেন। দ্য স্প্যানিশ প্লেয়ার্স ইউনিয়ন (এএফই) এমন পরিকল্পনাতে অস্বীকৃতি জানিয়েছে। অবশ্য ২৬ জানুয়ারি মায়ামিতে ম্যাচের যে পরিকল্পনা সেটার সঙ্গেই আছে বার্সিলোনা ও গিরোনা ক্লাব দুটি। শুক্রবার আরএফইএফ গিরোনা থেকে ম্যাচ আয়োজনের স্থান যুক্তরাষ্ট্রের মায়ামিতে নেয়ার বিষয়ে বিপক্ষে অবস্থান নেয়। এরপর এএফই তাদের এক বিবৃতিতে জানায়, লা লিগা কর্তৃপক্ষ তাদের প্রশ্নের কোন উত্তর দেয়নি। এর আগে পরিকল্পনা নেয়া হয়েছিল গিরোনা ও বার্সিলোনার মধ্যে ম্যাচটি মায়ামিতে আয়োজন করা হবে। কিন্তু তথ্যের ব্যাপক ঘাটতি আছে জানিয়ে এএফই এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেয়ার কথা জানিয়ে দিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো নিজেও এই স্থানান্তরের বিষয়ে সন্দিহান ছিলেন। কিন্তু লা লিগা মনে করছিল যে আন্তর্জাতিক দর্শকসংখ্যা বৃদ্ধিতে এ ধরনের পরিকল্পনা বেশ কার্যকর ভূমিকা রাখবে। তাদের জন্য বিশাল ধাক্কা হয়ে আসলো এএফই থেকে প্রত্যাখ্যানের ঘোষণায়। তাদের বিবৃতিতে আরও বলা হয় এমন দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হবে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজও গত রবিবার জানিয়েছিলেন যে তার ক্লাব স্প্যানিশ লীগের কোন খেলা যুক্তরাষ্ট্রে খেলতে রাজি হবে না। কিন্তু আগামী ২৬ জানুয়ারি মায়ামিতে খেলার যে পরিকল্পনা সেটার সঙ্গে একাত্মতা জানিয়েছেন বার্সিলোনা ও গিরোনা।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!