ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি’এ, টানা দুই জয় জুভেন্টাস ও নেপোলির

কিছুতেই গোল পাচ্ছেন না রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ আগস্ট ২০১৮

 কিছুতেই গোল পাচ্ছেন না রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুতেই নতুন ক্লাব জুভেন্টাসের জার্সি গায়ে গোলের দেখা পাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সিরি’এ লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে জুভেন্টাস জিতলেও গোল পাননি পর্তুগীজ সুপারস্টার। শনিবার রাতে ঘরের মাঠে লীগের অভিষেক ম্যাচেও গোলের দেখা পাননি বর্তমান ফিফা সেরা তারকা। তবে রোনাল্ডো গোল না পেলেও ল্যাজিওকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর ফলে গত মৌসুমে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। আরেক ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে নেপোলি। গোল না পেলেও জুভেন্টাস স্টেডিয়ামে ল্যাজিও’র রক্ষণভাগে ভালই ভীতি ছড়ান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো। হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা ল্যাজিও প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগ তৈরি করে। স্বাগতিকদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে গোলের সুযোগ পান লুলিচত। তবে দারুণ দক্ষতায় দলকে সে যাত্রায় বাঁচিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ছন্দ পেতে একটু সময় নেয়া জুভেন্টাস প্রথম গোলের সুযোগ পায় ২০ মিনিটে। সামি খেদিরার শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় ল্যাজিও। একের পর এক আক্রমণের সুফল ৩০ মিনিটে পায় জুভেন্টাস। ডি বক্সের বাইরে থেকে পিয়ানিচের দারুণ শটে এগিয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। গতির চেয়ে শট লক্ষ্যে রাখার দিকে বেশি নজর ছিল বসনিয়ান মিডফিল্ডারের। গত মৌসুমেও বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল জুভেন্টাস। শেষ পর্যন্ত সেবার ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ল্যাজিও। এবার তার পুনরাবৃত্তি করতে দেননি ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। ৭১ মিনিটে জুভেন্টাসের হয়ে নিজের প্রথম গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন রোনাল্ডো। ডি বক্সের বাইরে থেকে তার শট কোনমতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন অতিথি গোলরক্ষক। কর্নার থেকে রোনাল্ডোর চেষ্টা একটুর জন্য জালে যায়নি। ৭৫ মিনিটে আবার গোলের সুযোগ হাতছাড়া করেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে আসা সি আর সেভেন। তিনি না পারলেও মারিও মানদুকিচ জুভেন্টাসের জয় নিশ্চিত করা গোল করেন। টানা দুই ম্যাচে গোল না পেলেও রোনাল্ডোর পারফর্মেন্সে সন্তুষ্ট জুভেন্টাস কোচ এ্যালেগ্রি। ম্যাচ শেষে তিনি বলেন, ভেরোনাতে ভিন্ন একটা ম্যাচ ছিল (উদ্বোধনী ম্যাচে কিয়েভোর বিপক্ষে ৩-২ গোলের জয়)। প্রথমদিকে আমরা তাড়াহুড়ো করে খেললাম। ঘরের মাঠে রোনাল্ডোর প্রথম ম্যাচ এই চাপে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর একটা শঙ্কা ছিল। কিন্তু খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। জুভ কোচ বলেন, আমাদের পরিশ্রম ও উন্নতি করা দরকার। কিন্তু কানসেলো নতুন খেলোয়াড়, বোনুচ্চি এক বছর পর ফিরল, রোনাল্ডো নতুন খেলোয়াড়। তাই মানিয়ে নিতে সময় লাগবে। তবে রোনাল্ডো ভালভাবে মানিয়ে নিচ্ছেন জানিয়ে এ্যালেগ্রি বলেন, ইতালিয়ান ফুটবল ও স্প্যানিশ ফুটবল সম্পূর্ণ ভিন্ন। রোনাল্ডো সেটা বোঝে এবং সে খুব ভালভাবে মানিয়ে নিচ্ছে। সে খুবই বিনয়ী। এখন পর্যন্ত সে যে প্রভাব তৈরি করেছে তাতে আমি খুবই সন্তুষ্ট।
×