ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেষদিন ক্যাম্পে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ

প্রকাশিত: ০৫:০১, ১১ জুন ২০১৮

শেষদিন ক্যাম্পে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসের শেষদিকে এসে দুর্ভাগ্যজনক ইনজুরির শিকার হন মোহাম্মদ সালাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল অনুষ্ঠিত হয় কিয়েভে গত মাসের ২৬ তারিখ। সেই ম্যাচে লিভারপুরের এ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের ট্যাকলে পড়ে গিয়ে ইনজুরি আক্রান্ত হন। এরপর তার আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। অথচ ২৮ বছর পর আবার বিশ্বকাপে ফিরেছে মিসর এবং তাদের অন্যতম ভরসার নাম ২৬ বছর বয়সী সালাহ। তবে সেইসব শঙ্কা প্রায় কাটিয়েই উঠেছেন এ তারকা স্ট্রাইকার। ইতোমধ্যেই মিসরের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তবে অনুশীলনে নামেননি এখনও। শনিবার বিশ্বকাপ মিশনের শেষ অনুশীলন র্ছিল মিসরের। আর সেজন্য ফুটবল দলের শেষ অনুশীলন সেশন দেখতে হাজার হাজার ভক্ত সমর্থক মাঠে এসেছিলেন। সবাই চিৎকার করেছে ফুটবলারদের নিয়ে। রাত ১০টার কিছু আগে অনুশীলন শুরু হয়েছিল। তারপর সালাহকে মিসরের অনুশীলন জার্সি ও পোশাক পরে ঘুরতে দেখা গেছে। তিনি মাঠের মাঝে দাঁড়িয়ে দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ওই সময় তার সতীর্থরা অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু সালাহ কোন অনুশীলন করেননি। আফ্রিকা মহাদেশে রেকর্ড ৭ বার চ্যাম্পিয়ন হওয়া মিসর মাত্র তৃতীয়বারের মতো এবার বিশ্বকাপ খেলবে। ১৫ জুন প্রথম ম্যাচেই দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচ মিসরের। সেই ম্যাচে সালাহ খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কাঁধের ইনজুরি সত্ত্বেও তাকে চূড়ান্ত দলে রাখা হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমে তিনি লিভারপুলের জার্সিতে ৪৪ গোল করেছেন। তার ইনজুরির পর মিসরের ফুটবল ফেডারেশন অবশ্য দাবি করেছিল ৩ সপ্তাহের জন্য বাইরে থাকতে হতে পারে সালাহকে। এ জন্য প্রথম ম্যাচেই খেলা হবে না তার এটা প্রায় নিশ্চিতই। তবে বাকি দুই ম্যাচে ১৯ জুন রাশিয়া ও ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে। মিসর জাতীয় ফুটবল দলের চিকিৎসক মোহাম্মদ আবু আল-এলা জানিয়েছেন তারা অবিলম্বেই নিশ্চিত হবেন যে কখন সালাহ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং রাশিয়ায় তিনি দলের জন্য কখন থেকে প্রস্তুত হবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আরও দু’দিন না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ কায়রোয় শেষদিন দলের সঙ্গে সালাহকে দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্ত-সমর্থকরা। তারা সালাহর নামে চিৎকার করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। তাদের এই আনন্দের কারণ শেষ মুহূর্তে সালাহকে দলের সঙ্গে দেখা। কারণ সবাই শঙ্কায় ছিলেন হয়তো আর বিশ্বকাপই খেলতে পারবেন না তাদের প্রিয় স্ট্রাইকার। ২৪ বছর বয়সী এক দোকানী সালাহর জার্সি পরিহিত অবস্থায় বলেন, ‘সৃষ্টিকর্তা চান তো তিনি অবশ্যই খেলবেন।’ ৩৮ বছর বয়সী নাহিদ মোস্তাফা নামের এক ব্যক্তি তার বাচ্চাদের নিয়ে এসেছিলেন অনুশীলন দেখতে। তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত ছিলাম। কিন্তু এখন খুব খুশি তাকে বাস্তবে দেখে এবং মাঠে দেখে। তিনি যদিও অন্যদের সঙ্গে এদিন অনুশীলন করেননি, কিন্তু তাকে বেশ তরতাজা মনে হয়েছে।’
×