ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা-ব্রাদার্সের প্রত্যাশিত জয়

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা-ব্রাদার্সের প্রত্যাশিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে প্রত্যাশিত জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ২-১ গোলে উত্তর বারিধারাকে ও মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। চারটি দলই প্রথম লেগের ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছিল। সেখানেও বারিধারাকে একই ব্যবধানে হারিয়েছিল ব্রাদার্স। আর মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে সে সময় শীর্ষে উঠেছিল রহমতগঞ্জ। এবার সেই রহমতগঞ্জকে হারিয়ে মধুর বদলা নিয়েছে মুক্তিযোদ্ধা। দারুণ জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। ২০ ম্যাচে মুক্তির ভা-ারে জমা ২৯ পয়েন্ট। নিজেদের ম্যাচ জিতে পাঁচ নম্বরে উঠে এসেছে ব্রাদার্স। ২০ ম্যাচে গোপীবাগের দলটির পয়েন্ট ২৭। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রহমতগঞ্জ। বারিধারার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি ব্রাদার্স। বিরতির পর ৬০ মিনিটে মান্নাফ রাব্বির গোলে এগিয়ে যায় তারা। ৮৭ মিনিটে ব্রাদার্সের জয় নিশ্চিত করা গোলটি করেন বিদেশী অগাস্টিন ওয়ালসন। হাইতির এ ফরোয়ার্ড প্রথম লেগেও গোল করেছিলেন। আরেক ম্যাচে রহমতগঞ্জকে সহজেই হারায় মুক্তিযোদ্ধা। দুই অর্ধে একটি করে গোল পায় তারা। ৩২ মিনিটে বিদেশী সিমোন ইয়োডিকার গোলে এগিয়ে যায় কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর দল। বিরতির পর প্রথম মিনিটেই মুক্তিযোদ্ধাকে দ্বিগুণ লিড এনে দেন শফিকুল বিপুল। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও সফল হতে পারেনি রহমতগঞ্জ। ফলে প্রথম লেগে চমক দেখান কোচ কামাল বাবুর দলকে আরেকবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। সিলেটে প্রথম মুখোমুখিতে ভাগ্য সহায় না থাকায় হারতে হয়েছিল মুক্তিযোদ্ধাকে। এবার জয় পাওয়ায় তাই সন্তোষ প্রকাশ করেন দলটির কোচ কাইয়ুম সেন্টু। আর আরেকবার পরাজিত হওয়ায় মুখ কালোই থেকে যায় রহমতগঞ্জ কোচ কামাল বাবুর।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!