ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় শিরোপায় চোখ রোনাল্ডোর

প্রকাশিত: ০৫:৫৮, ১১ ডিসেম্বর ২০১৬

তৃতীয় শিরোপায় চোখ রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২০০৮ সালে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেয়েছিলেন এই টুর্নামেন্টের প্রথম ট্রফি জয়ের তৃপ্তি। গত সপ্তাহে আবারও শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের লড়াই। সুর্যোদয়ের দেশ জাপান এবারের আসরের আয়োজক। এবারও দারুণ রোমাঞ্চিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফির স্পর্শ পেতে উন্মুখ হয়ে আছেন সি আর সেভেন। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, ‘এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। এর আগে দুইবার এই ট্রফি জিততে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে হয়। অবশ্যই তৃতীয়বারের মতো এই শিরোপা জিততে চাই আমি।’ এই ট্রফি জয়ের তীব্র ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটিয়ে ৩১ বছর বয়সী রোনাল্ডো বলেন, ‘জাপানে আমরা ছুটি কাটাতে যাচ্ছি না। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সেখানে যাব আমরা। টুর্নামেন্ট জিতে বিশ্বের সেরা দলের মুকুট পরতে চাই আমরা।’ ৬ মহাদেশের চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশ জাপানের লীগের সেরা দলটি খেলছে ক্লাব বিশ্বকাপে। ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনালে খেলবে রোনাল্ডোর ক্লাব রিয়াল। ইউরোপের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে মরক্কোয় আর্জেন্টাইন ক্লাব সান লরেন্সোকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। তাদের সামনে এবার তিন বছরের মধ্যেই দুইবার ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি। জিনেদিন জিদানের শিষ্যরা খেলছেনও দুর্দান্ত। পারফরর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনন্য এক ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তাদের সামনে। একই মৌসুমে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা, কোপা ডেল’রে এবং ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত অপ্রতিরোধ্য রিয়াল। একমাত্র দল হিসেবে এই মৌসুমে এখনও কোন পরাজয় দেখেনি তারা। মৌসুমের প্রথম ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। বাকি চার ম্যাচে ড্র করেছে তারা। এর ফলে ৩৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার ওপরে অবস্থান করছে লস ব্ল্যাঙ্কোসরা। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সংগ্রহে ২৮ পয়েন্ট। এর ফলে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াল ছয়। শনিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হয় জিদানের দল। তবে এই ম্যাচের আগেই রোনাল্ডোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জিদান। শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লীগেও এই মৌসুমে দুর্দান্ত খেলছে রিয়াল। ইতোমধ্যেই ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করায় রানার্সআপ হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেনের জায়ান্ট ক্লাবটি। কোপা ডেল’রেতেও এবার সেরাটা দিয়ে খেলছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোস, করিম বেনজামা- সকলেই ফর্মে রয়েছেন। কিন্তু ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন না দলের আরেক তারকা গ্যারেথ বেল। গত মাসে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের দ্বিতীয় অর্ধে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তারপর রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে জানান হয় বেল ডান পায়ের হাড় ডিসলোকেট করে ফেলেছেন। এজন্য ওয়েলস সুপারস্টার মাঠের বাইরে থাকবেন কমপক্ষে তিন সপ্তাহ। এই ইনজুরির কারণে এল ক্লাসিকোতে খেলতে পারেননি তিনি। তবে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে মাঠে ফিরতে তার সময় লাগতে পারে ছয় সপ্তাহ। সেক্ষেত্রে শুধু ক্লাব বিশ্বকাপই নয় জানুয়ারির শুরুর দিকের ম্যাচগুলোতেও বেলকে পাবেন না জিদান। আর এই বেলের দীর্ঘমেয়াদী নির্বাসনে রিয়াল মাদ্রিদের একাদশে সুযোগ বাড়তে পারে লুকাস ভাসকুয়েজ, মার্কো এসেনসিও কিংবা অভাগা জেমস রড্রিগুয়েজের।
×