ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শীর্ষে ফেরার মিশন বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জানুয়ারি ২০১৬

শীর্ষে ফেরার মিশন  বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ শীর্ষে ফেরার লক্ষ্য নিয়ে স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে বার্সিলোনা। অ্যাওয়ে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ মালাগা। আজকের অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে এস্পানিওল-ভিয়ারিয়াল, গ্রানাডা-গেটাফে ও রায়ো ভায়োকানো-সেল্টা ডি ভিগো। রবিবার মাঠে নামবে সাবেক দুই শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে সফরকারী রিয়াল। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকোর প্রতিপক্ষ সেভিয়া। বর্তমানে ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এ্যাটলেটিকো। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সিলোনা। আজ মালাগাকে হারাতে পারলেই ফের এক নম্বরে উঠে যাবে লুইস এনরিকের দল। সর্বশেষ ম্যাচে দুই পরাশক্তিই জ্বলে ওঠে। একই রাতে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলায় মত্ত হন ‘বিবিসি’ ও ‘এমএসএন’। আর তাতেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসায় দুই স্প্যানিশ পরাশক্তি। ১৭ জানুয়ারির ম্যাচে বার্সিলোনা ৬-০ গোলে বিধ্বস্ত করে এ্যাথলেটিক বিলবাওকে। ন্যুক্যাম্পে ওই ম্যাচে কাতালানদের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন এমএসএন ত্রয়ীর অপর দুই সদস্য লিওনেল মেসি ও নেইমার। আর রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে উড়িয়ে দেয় স্পোর্টিং গিজনকে। সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের হয়ে দু’টি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমা। অপর গোলটি করেন বিবিসি ত্রয়ীর আরেক সদস্য গ্যারেথ বেল। কোপা ডেল রে’র শেষ আটের প্রথম লেগের ম্যাচে মেসি ও সুয়ারেজকে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। তবে লা লিগায় এ দু’জনের ফেরার সম্ভাবনা বেশি। শুক্রবার বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, মেসি মালাগার বিরুদ্ধে ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত। ম্যাচটির আগে এনরিকে বলেন, এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোন প্রতিপক্ষকেই হাল্কা করে দেখার সুযোগ নেই। প্রতিপক্ষের মাঠে খেলা সবসময় কঠিন। তবে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। এদিকে বিবিসি ও এমএসএনের মধ্যে বার্সিলোনা ত্রয়ীকেই এগিয়ে রেখেছেন সদ্য বিদায় চিলির কোচ জর্জ সামপাওলি। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের আক্রমণ ত্রয়ীকে ‘স্বার্থপর’ বলেও সমালোচনা করেন তিনি। চলতি মৌসুমে এরই মধ্যে মেসি-সুয়ারেজ-নেইমার মিলে বার্সিলোনাকে ৭২ গোল এনে দিয়েছেন। অন্যদিকে রোনাল্ডো-বেল-বেনজেমা ত্রয়ীর অবদান ৬৪ গোল। তবে গোলের হিসেবে না বার্সিলোনা ত্রয়ীকে এগিয়ে রাখার কারণ হিসেবে তিন তারকার মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করেন সামপাওলি। এ প্রসঙ্গে মজাও করেন চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ। সামপাওলি বলেন, অবশ্যই ফিফার হস্তক্ষেপ করা উচিত। লিও, নেইমার এবং সুয়ারেজের মধ্যে যে বন্ধুত্ব, সেটা ফুটবলের জন্য সবচেয়ে বাজে ব্যাপার। লিও একাই ম্যাচ জিততে পারে। যদি এর সঙ্গে সে সুয়ারেজ ও নেইমারকে মেলে ধরার সুযোগ দেয়, তাহলে সেটা অমূল্য। আর রিয়ালের আক্রমণ ত্রয়ীর খেলা ব্যক্তিনির্ভর বলে মনে করেন সামপাওলি। এ প্রসঙ্গে তিনি বলেন, বার্সলোনার সঙ্গে মাদ্রিদের পার্থক্যটা হলÑ রোনাল্ডো-বেল-বেনজেমা একে অন্যের উন্নতিতে কাজে আসে না। যদি রোনাল্ডো একটা মুভ শুরু করে তবে সেটা তাকে দিয়েই শেষ হয়। বেলও একই কাজ করে। বেনজেমা কোন সুযোগ পেলে কাজে লাগায়। কিন্তু কোন সুযোগ সৃষ্টি করে না। রেকর্ড পাঁচবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা মেসি জানিয়েছেন, দ্রুতই মর্যাদার এই এ্যাওয়ার্ড জিতবেন নেইমার। ২০১৫ সালে বার্সার পাঁচটি শিরোপা জয়ে অসামান্য ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান অধিনায়ক। এর স্বীকৃতি হিসেবে ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ক্লাব সতীর্থ মেসি ও রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর পেছনে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় ২৩ বছর বয়সী এই তারকাকে। তবে নেইমারের বর্ষসেরা হওয়াটা সময়ের ব্যাপার বলেই মনে করেন মেসি। এ প্রসঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমার বিশ্বাস, নেইমার একদিন ব্যালন ডি’অর জিতবে। প্রয়োজনীয় সব গুণই তার আছে। সে অসাধারণ এক খেলোয়াড়।
×