ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিশাদের প্রথম ৫ উইকেট, শামীমের তাণ্ডব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৫, ২৯ মার্চ ২০২৪

রিশাদের প্রথম ৫ উইকেট, শামীমের তাণ্ডব

রিশাদ হোসেন

নিয়মিত খেলার সুযোগ থাকলে পারফর্ম্যান্সও বেরিয়ে আসে। বাংলাদেশে লেগস্পিনারদের কদর নেই। ঘরোয়া আসরগুলোতে তাই লেগস্পিনারদের খেলাতেই চায় না কোনো দল। কিন্তু রিশাদ হোসেন ব্যতিক্রম হয়ে গেছেন ইতোমধ্যে। বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ থাকার পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত তিনি। তাই এবার চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। সেই সুবাদে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন এ তরুণ। বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪৯ রানে ৫ উইকেট নেন রিশাদ। এরপরও তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৬ রানে হেরেছে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবকে ৩৮ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের শামীম হোসেন পাটোয়ারী তা-ব চালিয়ে ৪৩ বলে ৬ চার, ৮ ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ফলে ৭ উইকেটে হেরেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
আগে ব্যাট করে পারটেক্স ৪৭.২ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক মিজানুর রহমান ৯১ বলে ১২ চার, ২ ছক্কায় ৮৮ ও তানবীর হায়দার ৭৪ বলে ৩৬ রান করেন। শহীদুল ইসলাম ও শুভাগত হোম ৩টি করে উইকেট নেন। জবাবে ২৫.৩ ওভারেই ৩ উইকেটে ১৯৫ রান করে জয় পায় লিজেন্ডস। ওপেনার তৌফিক খান ৬৬ বলে ৮ চার, ৪ ছক্কায় ৮৩ রানে ফিরে গেলেও ৪৩ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন শামীম।

রকিবুল আতিক ২ উইকেট নেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটির পর রিশাদের লেগস্পিনে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। তবে ৩ উইকেটে ১৬০ রান তুলে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যায় তারা। ওই সময় রিশাদের একটানা আঘাতে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান করতে পেরেছে ব্রাদার্স। ওপেনার আব্দুল মজিদ ১৩৫ বলে ৬ চার, ৪ ছক্কায় সর্বোচ্চ ৯৫ রানে সাজঘরে ফেরেন।

রিশাদ ১০ ওভারে ১ মেডেনে ৪৯ রানে ৫ উইকেট নেন। এর আগে একবার মাত্র ৪ উইকেট নিতে পেরেছিলেন ৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা রিশাদ। জবাবে শাইনপুকুর ৪৯ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়। তানজিদ হাসান তামিম ২৪ বলে ৩ চার, ৩ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। ২৬ রানে জিতে ব্রাদার্স। রহমত আলী ও মনির হোসেন ৩টি করে উইকেট নেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী টায়ার্স ৪৯.৪ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায়। আশিকুর রহমান শিবলি ৭১ বলে ৩ চারে ৪৫ ও তাহজিবুল ইসলাম ১২০ বলে ৭ চার, ২ ছক্কায় ৮৫ রান করেন। মইনুল ইসলাম ও মেহেদি হাসান ৩টি করে উইকেট নেন।

জবাবে ৪৯ ওভারে ১৭৬ রানে থামে সিটি ক্লাব। সাজ্জাদুল হক ৭০ বলে ২ ছক্কায় ৫০, শাহরিয়ার কমল ৭০ বলে ৪ চার, ১ ছয়ে ৪০ রান করেন। বাঁহাতি স্পিনার আরিদুলর ইসলাম আকাশ ৪ উইকেট নেন। প্রথম জয় ৩৮ রানে পায় গাজী টায়ার্স।

×