ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ায় ১৯২ জিম্মিকে মুক্তি দিয়েছে বোকো হারাম

প্রকাশিত: ০২:৩৮, ২৬ জানুয়ারি ২০১৫

নাইজিরিয়ায় ১৯২ জিম্মিকে মুক্তি দিয়েছে বোকো হারাম

নাইজিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বোকো হারাম দেশটির প্রায় দুই শ’ জিম্মিকে মুক্তি দিয়েছে। জঙ্গীরা উত্তর-পূর্বাঞ্চলের নাইজিরীয় রাজ্য ইয়োবের একটি গ্রাম থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপ্রাপ্তদের বেশিরভাগই নারী। স্থানীয় সম্প্রদায়ের নেতা এবং এক সামরিক সূত্র শনিবার এ কথা জানায়। খবর এএফপির। বোকা হারামের নিয়ন্ত্রণাধীন দুটি বিচ্ছিন্ন এলাকা থেকে শুক্রবার মোট এক শ’ ৯২ জনকে মুক্তি দেয়া হয়। ইয়োব রাজ্যের রাজধানী দামাতুরু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কাটারকো গ্রামে ৬ জানুয়ারি হামলা করে। মোট ২১৮ নারী ও শিশুকে অপহরণ করেছিল তারা। দামাতুরু থেকে কাতার্কো সম্প্রদায়ের নেতা গনি মারি এএফপিকে বলেন, বোকো হারাম আমাদের এক শ’ ৯২ নারীকে মুক্তি দিয়েছে। এ মাসের প্রথমদিকে জঙ্গীরা তাদের অপহরণ করেছিল। জঙ্গীরা চারটি ট্রাকে করে দুই বারে তাদের নিয়ে আসে এবং গিরবুয়া গ্রামে তাদের রেখে যায়। গ্রামটি দামাতুরু থেকে আট কিলোমিটার দূরে। মুক্তিপ্রাপ্তদের সরকারী হেফাজতে নেয়া হয়েছে। নারী ও শিশুদের অপহরণের আগে জঙ্গীরা তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছিল এবং ২৫ পুরুষকে হত্যা করে।
×