ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার জন্মদিনে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২০

শেখ হাসিনার জন্মদিনে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ গনতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু তনয়া, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রতিবছরই বাংলার মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিনটি পালন করে থাকলে এ বছর মহামারী করোনা ভাইরাসের কারনে অনেক কিছুই সীমিতকরণ করা হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত মাদ্রাসা ও ওয়ার্ডে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, আমাদের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন আজ। বিপন্ন মানবতার মুখে হাসি ফুটিয়ে পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দুর্বার গতিতে ছুটে চলেছেন তিনি। একটি পিছিয়ে পড়া দেশকে নেতৃত্বগুণে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে হয় তার জ্বলন্ত উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতেৃত্বে গণতন্ত্র খুঁজে পায় তার হারানো ছন্দ। মানুষ ফিরে পায় তার মৌলিক অধিকার। করোনা ভাইরাসের কারণে আমরা অনেকটা সীমিত আকারেই তাঁর জন্মদিন পালন করছি। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো:জুবায়ের আহমেদ বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল, জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথেই আমরা ধাবমান। তাঁর নেতৃত্বাধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃন রাখতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উদযাপনের বিষয়ে গৃহীত কর্মসূচি সম্পর্কে মো:জুবায়ের আহমেদ জানান, এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালন করছি। আমাদের মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি থানা,কলেজ,মাদ্রাসা ও ওয়ার্ডে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। জোবায়ের সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন।
×