ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে বিএনপিকে চালাকি খেলা বন্ধ করতে হবে ॥ মেনন

প্রকাশিত: ১১:৪৫, ২১ জানুয়ারি ২০২০

 নির্বাচন নিয়ে বিএনপিকে চালাকি খেলা বন্ধ  করতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি আরেকবার চালাকি খেলায় মেতে উঠেছে। যদি তারা হেরে যায় তাহলে বলবে, ইভিএমের দোষ, সেখানে কারচুপি হয়েছে। আর জিতলে বলবে ইভিএম দিয়েও আমাদের ঠেকিয়ে রাখতে পারেনি। সুতরাং এ নির্বাচন নিয়ে তাদের চালাকি খেলা বন্ধ করতে হবে। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনের কমিউনিস্ট পার্টির উত্তরের মেয়র প্রার্থী ডাঃ আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, তিনি নির্বাচিত হলে একজন হকারকেও বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদ করা হবে না। সোমবার নগীর বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মসূচীতে অংশ নিয়ে মেনন ও রুবেল এসব কথা বলেন। মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আট আসনের কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে যেতে পারছে না বলেই কেবলমাত্র নির্দেশ দিয়েই আমাদের ক্ষান্ত হতে হচ্ছে। অথচ বিএনপির সবাই মাঠে নেমে কাজ করছেন। তারপরেও বলব, আমাদের যে প্রার্থী রয়েছে তারা তাদের যোগ্যতা বলেই জনগণের ভোটে জিততে পারবেন।’ মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি মশিউর হক খান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। একজন হকারকেও উচ্ছেদ করা হবে না- রুবেল মিরপুরে এক পথসভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিপিবি মনোনীত কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডাঃ আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, তিনি নির্বাচিত হলে একজন হকারকেও উচ্ছেদ করা হবেনা। তিনি বলেন, প্রয়োজনে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ডাঃ রুবেল মিরপুর ১ নম্বরসহ পাইকপাড়া, আনসারক্যাম্প, কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খান, বৃহত্তর মিরপুর নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান তারিক হোসেন মিঠুল, সিপিবি মিরপুর থানা সভাপতি রিয়াজ উদ্দিন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান আজীম। কাফরুল ১৩ নম্বর বাইশটেকি, প্যারিস রোডে গণসংযোগ করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি কাফরুল থানার নেতা আলী কওসার মামুন, মীর্জা রাসেদ সামী তানজিল, রোকেয়া সুলতানা বিলু, গার্মেন্ট টিইউসির নেতা সোহেল রানা জীবন। মোহাম্মাদপুর আদাবরে গণসংযোগ করেন সিপিবি সম্পাদক আহসান হাবীব লাবলু, সিপিবি নেতা শংকর আচার্য, জামাল হায়দার, নিমাই গাঙ্গুলি, ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল। মগবাজার হাতিরঝিলে সিপিবি কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন খান, সিপিবি নেতা মাস্তান শেখ, জহিরুল ইসলাম গণসংযোগ অনুষ্ঠিত করেন। সিপিবি মেয়রপ্রার্থী রুবেল আজ মঙ্গলবার, বেলা ১১টা থেকে উত্তরা-আজমপুরে গণসংযোগ এবং বিকেল ৪টায় ১১নং সেকশনে পথসভায় যোগ দেবেন।
×