ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশিত: ১০:১৮, ৮ নভেম্বর ২০১৯

 জাফরুল্লাহ, নঈম  নিজাম ও পীর হাবিবের  বিরুদ্ধে মামলা খারিজ

কোর্ট রিপোর্টার ॥ ‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো’Ñ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত কলামের বক্তব্যের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ খারিজ আদেশ দেন। মামলার অপর দুই আসামি ছিলেন- বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। একই আদালতে সকালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর এ মামলা করেন। বিচারক শুনানি শেষে পরে আদেশ দিবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী বিচারক সাড়ে ৪টার দিকে খারিজ আদেশ প্রদান করেন।
×