ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানোন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ ॥ ড. হারুন

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০১৯

শিক্ষার মানোন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ ॥ ড. হারুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষকের মর্যাদা নির্ধারণ হয় আদর্শ ও নৈতিকতাবোধ দ্বারা, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স দ্বারা নয়। একজন শিক্ষককে তার বিবেক দ্বারা পরিচালিত হতে হয়। কোনটি মতো আর কোনটি অন্যায় এটা বুঝে তাকে পদক্ষেপ নিতে হয়। এ জন্য কোন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকতে হয় না। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ শিক্ষার মানোন্নয়ন। এটি নিয়ে আমরা কাজ করছি। শিক্ষার মানোন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এক সময়ের বড় চ্যালেঞ্জ ছিল দুর্বিষহ সেশনজট। বিশেষ একাডেমিক প্রোগ্রাম চালুর মাধ্যমে সেটি থেকে আমরা পরিত্রাণ লাভ করেছি। অথচ এটি সমাধান করা এক সময় অসম্ভব মনে হতো। তিনি বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসের সিনেট হলে ‘কলেজ মনিটরিং ওয়ার্কশপ- ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি অধ্যক্ষদের কলেজের মনিটরিং আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, দু’হাজার ২৬০টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে মনিটরিং করা খুবই দুঃসাধ্য। এজন্য অধ্যক্ষদেরও নিজ প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ।
×